থানায় কনস্টেবলের আত্মহত্যার চেষ্টা, বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ ওসি

বরাক তরঙ্গ, ৩১ আগস্ট : ডিব্রুগড়ে চাঞ্চল্যকর ঘটনা ঘটল। পুলিশ কনস্টেবলের গুলিতে আহত হলেন আধিকারিক। ঘটনাটি ঘটেছে শনিবার বাগিবিল থানায়। রহস্যজনক ভাবে গুলিবিদ্ধ হন গিগিবিল থানার ভারপ্রাপ্ত পুলিশ অফিসার তীর্থ ছেত্রী।

থানায় প্রাঞ্জল বরা নামে এক কনস্টেবল আত্মহত্যা করতে চেয়ে ছিলেন। তাকে উদ্ধার করতে গিয়ে গুলিবিদ্ধ হন ওসি। গুরুতর আহত অবস্থায় ওসি তীর্থ ছেত্রীকে অসম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

জানা যায়, কনস্টেবল তার স্ত্রীর সাথে ঝগড়ার পর কুড়াল দিয়ে পিটিয়েছে। তারপর থানায় এসে এই চরম পন্থার চেষ্টা চালান প্রাঞ্জল। তাকে বাঁচাতে গিয়ে আহত হন পুলিশ অফিসার।

থানায় কনস্টেবলের আত্মহত্যার চেষ্টা, বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ ওসি
থানায় কনস্টেবলের আত্মহত্যার চেষ্টা, বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ ওসি
Spread the News
error: Content is protected !!