নরসিংহপুর শিক্ষা খণ্ডের মনিয়ারখাল ক্লাস্টারে বিশ্ব দিব্যাঙ্গ দিবস পালন

বরাক তরঙ্গ, ৩ ডিসেম্বর : সমগ্র শিক্ষা অসম এর অধীনে নরসিংহপুর শিক্ষা খণ্ডের মণিয়ারখাল ক্লাস্টারে রবিবার খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিশ্ব দিব্যাঙ্গ দিবস পালন করা হয়েছে। এদিন সকল সাড়ে নটায় মণিয়ারখাল এ ক্লাস স্কুল প্রাঙ্গণে পতাকা উত্তলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানে সুচনা হয়। পরে ছাত্রছাত্রীদের মধ্যে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

শেষে মণিয়ারখাল টিই ইয়ুথ ক্লাব ওডিটরিয়াম হলে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরনী সভায়। মণিয়ারখাল জিপি সভাপতি পরেশ তাতীর পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় দিব্যাঙ্গ দিবসের তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন সিআরসিসি মতিলাল গোয়ালা, জিপি সভাপতি পরেশ তাঁতী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ঠ নাগরিক নারায়ণ নায়েক, শিক্ষক সমিরণ রায়, সঞ্জয় ওজা, দিপক দাস, উপেন্দ্র চন্দ্র দাস, অরুপ দাস, কৈলাশ হাজাম, বিপ্লব দাস, সাংবাদিক বিক্রমবিজয় দাশ, নরসিংহপুর শিক্ষা সম্মিলনির সভাপতি মজিব উদ্দিন লস্কর, সম্পাদক সমরকান্তি নাথ প্রমুখ।

নরসিংহপুর শিক্ষা খণ্ডের মনিয়ারখাল ক্লাস্টারে বিশ্ব দিব্যাঙ্গ দিবস পালন

এদিনের অনুষ্ঠানে দিব্যাঙ্গ শুকুর আলি কবিতা আবৃতি করে শোনায়। এছাড়া দৃষ্টিহীন নমিতা কানু ও বিশেষ ভাবে সক্ষম করণ নুনিয়া, শিবা গৌড়কে শংসাপত্র ও ট্রফি দিয়ে সম্মান জানানো হয়।
প্রতিবেদক : দেবু দাশ, ধলাই।

Author

Spread the News