নুন্টিয়া-র হ্যাটট্রিক, মাতৃভূমি-র শেষ আটে ভাগা
কে দাশ, ধলাই।
বরাক তরঙ্গ, ২৪ আগস্ট : রবিবার মাতৃভূমি কাপ ফুটবলের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে আব্রা স্টিল ইসলামাবাদ ও ভাগা এফসি-র মধ্যে অনুষ্ঠিত হল এক দর্শনীয় তথা রোমাঞ্চকর ম্যাচ। মাঠে উপস্থিত কয়েক সহস্র উৎসুক ফুটবলপ্রেমী দর্শক খুব জমিয়ে উপভোগ করলেন এদিনের খেলা। এদিন আব্রা স্টিল ইসলামাবাদ দলকে গোলের বন্যায় ভাসিয়ে কোয়ার্টার ফাইনালে উঠলো ভাগা এফসি। ধলাইর বেসরকারি সামাজিক সংগঠন মাতৃভূমি-র উদ্যোগে স্থানীয় বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বহুমূখী বিদ্যালয়ের খেলার মাঠে এদিন প্রতিপক্ষ আব্রা স্টিল ইসলামাবাদ দলকে ৬-২ গোলের বিশাল ব্যবধানে পরাজিত করে কোয়ার্টার ফাইনালের ছাড়পত্র আদায় করে নেয় ভাগা এফসি।
এদিন প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে থাকে ভাগা এফসি। প্রথমার্ধের ২০ মিনিটে দর্শনীয় একটি গোল করেন আব্রা স্টিল ইসলামাবাদ দলের খেলোয়াড় রেউকাং। বিপরীতে প্রথমার্ধের ৩৪ মিনিটে নেওয়াজ ও অসাধারণ গোল করে ভাগা এফসি দলকে ২-১ গোলে এগিয়ে রাখেন নুন্টিয়া। টানটান উত্তেজনাপূর্ণ দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয়ে উঠে ভাগা এফসি । দ্বিতীয়ার্ধের খেলার ১১ ও ৩৩ মিনিটে ঈশাক, ২২ ও ২৭ মিনিটে নুন্টিয়া ভাগা দলের পক্ষে গোল করেন । এদিকে দ্বিতীয়ার্ধের ২৯ মিনিটে আব্রা স্টিল ইসলামাবাদ একটি গোল পরিশোধ করে, গোল করেন রেউকাং। উল্লেখ্য এদিন ভাগা দলের পক্ষে হ্যাটট্রিক করেন নুন্টিয়া।
এদিন ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন ভাগা এফসি দলের খেলোয়াড় জেরমি। তার হাতে ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথি ভাগাবজার জিপির প্রাক্তন সভাপতি এম এফ সামসুল আলম লস্কর, সমাজসেবী অমলেন্দু দাশ, ধলাই জিপির আঞ্চলিক পঞ্চায়েত সদস্যা নিয়তি বর্মণ ও সমাজসেবী সুরজিৎ দত্ত(রাজা)।
এদিন খেলা পরিচালনা করেন শামিম আহমেদ লস্কর, নসরুল আহমেদ লস্কর, প্রবীণ বর্মণ ও কমরুজ্জামান লস্কর। সোমবার ‘বি’ গ্রুপ থেকে দ্বিতীয় রাউন্ডের অন্তিম খেলায় অঞ্জলি এফসি নুতন বাজার ও জামালপুর এফসি পরষ্পরের মুখামুখি হবে বলে জানান আয়োজক মাতৃভূমি-র ক্রীড়া সম্পাদক পিংকু বর্মণ।