নেকা কম্পিউটার এডুকেশন সেন্টারের দৌড় ও রচনা ল প্রতিযোগিতা

মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ২৬ মে : রাধাপ্যায়ারি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নেকা কম্পিউটার এডুকেশন সেন্টার আয়োজন করল এক অনন্য দৌড় প্রতিযোগিতা, যার মূল লক্ষ্য শুধু শরীরচর্চা নয় বরং ছাত্রছাত্রীদের মনে আত্মবিশ্বাস ও সামাজিক দায়িত্ববোধ জাগিয়ে তোলা। এই আয়োজনে অংশগ্রহণ করল ৪০ জন নবীন প্রতিযোগী ছেলে ও মেয়ে। এ ছাড়াও ছিল রচনা প্রতিযোগিতা, গাছ রোপণের আহ্বান এবং সাফল্যকে সম্মান জানানোর এক মেলবন্ধন। রবিবার ভোর পাঁচটায় এক বিশেষ দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে গ্রামের বিশিষ্ট অভিভাবক ও অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। বিশেষভাবে উপস্থিত ছিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কার্যকর্তা শিবব্রত শর্মা চৌধুরী, ইচাবিল শাখার প্রতিনিধি ঘনশ্যাম কৈরি, নেকা কম্পিউটার সেন্টারের অধ্যক্ষ দীপক বর্ধন, বাজারিছড়া থেকে আগত সমাজসেবী সুজয় পাল, শিক্ষক মনোজ আচার্য, রাধাপ্যায়ারি জিপির রঞ্জিত বৈদ্য, শিক্ষিকা অনামিকা দেব এবং ইন্সট্রাক্টর পূজা বৈদ্যসহ অন্যান্য অভিভাবকমণ্ডলী।প্রতিযোগিতা শেষে ছেলেমেয়ে উভয় বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের হাতে ছয়টি ট্রফি ও শংসাপত্র তুলে দেওয়া হয়।

নেকা কম্পিউটার এডুকেশন সেন্টারের দৌড় ও রচনা ল প্রতিযোগিতা

অনুষ্ঠানে শিবব্রত শর্মা চৌধুরী বলেন, এ ধরনের প্রতিযোগিতামূলক কার্যক্রম সমাজে ছেলে ও মেয়েদের সমান গুরুত্বের বার্তা বহন করে। আগামী ৫ই জুন ‘বিশ্ব পরিবেশ দিবস’ উপলক্ষে প্রতিজনের উচিত অন্তত দুটি গাছ রোপণ করে তার যত্ন নেওয়ার অঙ্গীকার করা। তিনি নেকা কম্পিউটার সেন্টারের অধ্যক্ষ দীপক বর্ধনকে বিশেষভাবে প্রশংসা করে বলেন, “তাঁর নেতৃত্বেই এই প্রত্যন্ত এলাকায় ছাত্রছাত্রীদের মধ্যে এমন সজীবতা ও প্রতিযোগিতার সঞ্চার ঘটেছে। “ঘনশ্যাম কৈরি বলেন, গাছ রোপণের জন্য বাইরে যাওয়ার প্রয়োজন নেই, ঘরেই বীজ রোপণ করে চারা তৈরি করে পরিবেশ রক্ষা করা সম্ভব। দৌঁড় ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

নেকা কম্পিউটার এডুকেশন সেন্টারের দৌড় ও রচনা ল প্রতিযোগিতা

Author

Spread the News