আগরতলায় লরি থেকে সাড়ে তিন কুইন্টাল গাঁজা উদ্ধার, ধৃত এক
বরাক তরঙ্গ, ২৮ সেপ্টেম্বর : আগাম খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি লরি থেকে ৪৫ প্যাকেটে প্রায় সাড়ে তিন কুইন্টাল গাঁজা বাজেয়াপ্ত করল ত্রিপুরার পূর্ব আগরতলা থানায় পুলিশ। এ কাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হয়েছে লরি চালককে। বাজেয়াপ্ত গাঁজাগুলোর কালোবাজারী মূল্য আনুমানিক ৭০ লক্ষ টাকার মত হবে বলে জানান পুলিশ সুপার ড. কিরণ কুমার। শনিবার ত্রিপুরার আগরতলা চন্দ্রপুর স্ট্যান্ড এলাকায় থেকে গাড়িটি আটক করে পুলিশ। পরে গাড়িতে তল্লাশি চালিয়ে গোপন চেম্বার থেকে এই বিপুল পরিমান গাঁজা উদ্ধার হয়।
পুলিশের প্রাথমিক জেরায় ধৃত গাড়ির চালক জানায় যে সে গাঁজাগুলি ত্রিপুরা থেকে মেঘালয়ে নিয়ে যাবার কথা ছিল।পরে সেখান থেকে হাত বদল করে অন্যত্র পাচারের মতলবে ছিল বিশেষ পাচার চক্র। ধৃত চালকের নাম মিঠুন কর্মকার। বাড়ি ত্রিপুরার রামনগরে।