উচ্চ মাধ্যমিকে প্রিসাইন্সিয়া স্কুলের নজরকাড়া সাফল্য
বরাক তরঙ্গ, ১২ মে : হাইলাকান্দির প্রিসাইন্সিয়া সিনিওর সেকেন্ডারি স্কুল এর উচ্চতর মাধ্যমিকের বিজ্ঞান ও বাণিজ্য উভয় শাখায় প্রতি বছরের মতই এবারও ব্যাপক সাফল্য পরিলক্ষিত হয়েছে। এবছর বিজ্ঞানে ৫৭ জন ছাত্রছাত্রীর মধ্যে ৫৭ জনই উত্তীর্ণ হয়েছে। স্টার মার্ক পেয়েছে মোট ২৪ জন ছাত্রছাত্রী যাদের মধ্যে ৮০ শতাংশের অধিক মার্ক্স পেয়েছে মোট ১৫ জন। প্রথম বিভাগে ৫৩ জন ও দ্বিতীয় বিভাগে ৪ জন পাশ করেছে। বিজ্ঞান শাখায় সর্বমোট লেটারের সংখ্যা ৮০।
বিজ্ঞানে যারা ৮০ শতাংশের অধিক নম্বর পেয়েছে তারা হচ্ছে যথাক্রমে দীপায়ন নাথ (৮৭.৪%), স্নেহশ্রী দেবনাথ (৮৭%), শ্রীজনা ভট্টাচার্য্য (৮৬.৮%%), অর্ণব বিশ্বাস (৮৫.২%), নাসিবা মেহজাবিন চৌধুরী (৮৫.২%), সুহেলি নাথ মজুমদার (৮৪.৮%), রোহিত সাহা (৮৪.২%), তাহমিদ নাদিম চৌধুরী (৮৩.৮%), মুনিফা খানম মজুমদার (৮৩.৬%), পূর্ণালী দত্ত (৮৩%), সাগর দাস (৮২.৮%), স্নেহাশিষ দাস (৮২.৮%), নন্দিনী কর (৮২.৬%), আসিফ ফাহিম লস্কর (৮১.৪%) ও নীলাঞ্জনা দাস (৮০.৮%)।
বাণিজ্য বিভাগে মোট ৩৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৭ জনই পাশ করেছে (১০০%)। প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে ২৯ জন, দ্বিতীয় বিভাগে ৭ জন ও তৃতীয় বিভাগে ১ জন। বাণিজ্যে ৮০% এর অধিক নম্বরপ্রাপ্ত ১২ জন ছাত্র-ছাত্রীরা হচ্ছে যথাক্রমে তুষার সারদা (৮৯%), সমীক্ষা সারদা (৮৮.৬%), দেবশ্রী পাল (৮৫.৪%), রেশমি সাহা (৮৫.২%), রেশব দেব (৮৫.২%), অর্কজ্যোতি ঘোষ (৮৫%), হাসিনা বড়ভূইয়া (৮৫%), দামুদর দাস (৮৪.২%), মহাশ্বেতা শর্মা (৮৩.৮%), দৈপায়ন দাস (৮১.৮%), স্নেহা পাল (৮১.৬%) ও শুভজ্যোতি চন্দ (৮১.৪%)। বাণিজ্য বিভাগে সর্বমোট লেটারের সংখ্যা হচ্ছে ৬৬ এবং ১৫ জন ছাত্রছাত্রী স্টার মার্ক লাভ করতে সক্ষম হয়েছে। প্রিসাইন্সিয়া স্কুল এর নজরকাড়া সাফল্যে অত্যন্ত আনন্দিত ছাত্রছাত্রী, অভিভাবকবৃন্দ তথা স্কুল এর শিক্ষক-শিক্ষয়িত্রীরা।