অস্তিত্ব রক্ষায় ফের ঘুরে দাঁড়াচ্ছে আইপিএফটি, পূর্ণ রাজ্যের দাবিতে অনড় নোয়াতিয়া-রিয়াং

যশপাল সিং, আগরতলা।
বরাক তরঙ্গ, ২৩ আগস্ট : আসন্ন এডিসি দিবসকে সামনে রেখে নিজেদের রাজনৈতিক শক্তি প্রদর্শনে আগরতলায় এক জনসমাবেশের আয়োজন করল আইপিএফটি। শনিবার আয়োজিত এই সমাবেশে দলের নেতৃত্ব স্পষ্ট জানিয়ে দেন, অস্তিত্ব টিকিয়ে রাখতে এবং জনজাতিদের সাংবিধানিক অধিকার আদায়ে তাঁদের গণতান্ত্রিক লড়াই জারি থাকবে। দলের মূল দাবি, অর্থাৎ স্বশাসিত জেলা পরিষদকে (TTAADC) পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়ার দাবিতে তাঁরা আজও অটুট।

সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে দলের সাধারণ সম্পাদক তথা রাজ্যের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া বলেন, “পূর্বতন বামফ্রন্ট সরকার দলকে দুর্বল করার অনেক চেষ্টা করেছে, কিন্তু আইপিএফটি আবার ঘুরে দাঁড়িয়েছে। আগামী দিনে অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য আমাদের গণতান্ত্রিক লড়াই চলবে।”

অস্তিত্ব রক্ষায় ফের ঘুরে দাঁড়াচ্ছে আইপিএফটি, পূর্ণ রাজ্যের দাবিতে অনড় নোয়াতিয়া-রিয়াং

আইপিএফটি সভাপতি প্রেম কুমার রিয়াং বলেন, “১৯৮৪ সালের ২৩ আগস্ট, তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর হাত ধরে সংবিধান সংশোধনের মাধ্যমে ষষ্ঠ তফসিলভুক্ত জনজাতিদের স্বার্থ রক্ষায় টিটিএএডিসি গঠিত হয়েছিল। সেই দিনটিকে স্মরণ করেই আমাদের এই সমাবেশ।” তিনি আরও ঘোষণা করেন যে, পৃথক রাজ্য ‘তিপ্রাল্যান্ড’-এর সাংবিধানিক দাবিকে আরও জোরদার করতে আগামী দিনে রাজ্যের বিভিন্ন জেলায় প্রচারসভা চালানো হবে এবং কেন্দ্রের কাছে এই দাবিকে আরও জোরালোভাবে তুলে ধরা হবে।

এদিনের সমাবেশে দলের কেন্দ্রীয় ও রাজ্য স্তরের অন্যান্য নেতৃত্বরাও উপস্থিত ছিলেন। এডিসি নির্বাচনের প্রাক্কালে আইপিএফটি-র এই জনসমাবেশ এবং পূর্ণ রাজ্যের দাবিতে অনড় থাকার বার্তা রাজ্যের জনজাতি রাজনীতিতে এক নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

Spread the News
error: Content is protected !!