পাকিস্তানে সরকার গঠন করতে কোনও দলই এককভাবে সংখ্যা পায়নি
১০ ফেব্রুয়ারি : পাকিস্তানে সরকার গঠন করার জন্য কোনও দলকে ন্যূনতম ১৩৪টি আসনে জয়লাভ করতে হবে। কিন্তু দেশটির নির্বাচন কমিশন এখন পর্যন্ত যে ২৫০টি আসনের ফলাফল ঘোষণা করেছে, তাতে দেখা যাচ্ছে যে কোনো দলই এককভাবে এত বিপুলসংখ্যক আসন পায়নি। এমনকি বাকি ১৫টি আসনের ফলাফলও যদি কোনো একক দলের পক্ষে যায়, তারপরও তা সরকার গঠনের জন্য পর্যাপ্তসংখ্যক আসন হবে না।
এ দিকে, বৃহস্পতিবার নির্বাচনের পর থেকেই চলছিল গণনা। শুক্রবার রাতে জানা যায়, পাকিস্তানের সাধারণ নির্বাচনে জয় পেয়েছেন সেখানকার প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। তিনি জানান, তাঁর দল দেশে বৃহত্তর একক দল হিসেবে ভোট পেয়ে জয়ী হয়েছে। তবে, একক সরকার গঠনের জন্য মোট ১৩৩ আসনের দরকার ছিল নওয়াজের দলের। দেশটির নির্বাচন কমিশনের রিপোর্ট অনুযায়ী, ৬১ আসন পেয়েছে পিএমএলএন। নওয়াজ জানিয়েছিলেন, তিনি জোট সরকার গঠনের পথে হাঁটবেন।
অন্যদিকে পাকিস্তান নির্বাচনে জয় লাভ করেছেন বলে দাবি করেছেন ইমরান খানও। ৩৩৬ আসনের পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলিতে সরাসরি ভোট হয়েছে ২৬৫ আসনে। পাকিস্তান নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২৬৫টি আসনের মধ্যে ২৫০ আসনের ফল পাওয়া গেছে। এর মধ্যে সবচেয়ে বেশি ৯৯ আসনে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। এরপরই পিএমএলএন ৭১ আসনে, পিপিপি ৫৩ আসনে ও এমকিউএম ১৭ আসনে জয়ী হয়েছে। এ ছাড়া অন্যান্য দল পেয়েছে ১০টি আসন। ম্যাজিক ফিগার ১৩৩। যদি একক দলের কথা ধরা হয়, তাহলে সবথেকে বেশি আসন পেয়েছ শরিফের দল। কিন্তু ইমরানের দল সমর্থিত নির্দল প্রার্থীরা জিতেছেন সবথেকে বেশি আসন। শনিবার সকাল ৬টা পর্যন্ত ঘোষিত ফলাফলে দেখা যাচ্ছে, এবারের নির্বাচনে সবচেয়ে বেশি আসনে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা।