৬ ডিসেম্বর : কাজের সময় পেরিয়ে গেলেও বা ছুটিতে থাকলেও এদেশে কর্মীদের বিশেষ করে বেসরকারি ক্ষেত্রের কর্মচারীদের অফিসের ফোন রিসিভের পাশাপাশি ইমেলেরও জবাব দিতে হয়। তাঁদের স্বার্থে এবার লোকসভায় পেশ হল নতুন বিল। এনসিপি সাংসদ সুপ্রিয় সুলে শুক্রবার লোকসভায় ‘রাইট টু ডিসকানেক্ট বিল, ২০২৫’ (সংযোগ বিচ্ছিন্ন করার অধিকার বিল, ২০২৫) পেশ করলেন।
‘প্রাইভেট মেম্বার’স বিল’ হিসেবে বিলটি পেশ করেছেন সুপ্রিয়া। তাতে বলা হয়েছে, অফিসের কাজের সময় শেষ হলে কর্মীকে যাতে কর্মক্ষেত্রের ফোন ধরতে বা ইমেল দেখতে না হয়, সেই বিষয়টি নিশ্চিত করা হোক। অফিসের কাজ শেষ হলে কর্মীদের ব্যক্তিগত সময় শুরু হয়। ছুটির দিনেও পুরো সময়টা কর্মীর ব্যক্তিগত। সেই সময় অফিসের ফোন না ধরা বা ইমেল না দেখার অধিকার রয়েছে তাঁর। কর্মীদের এই অধিকার নিশ্চিত করা হোক বলে বিলে দাবি করেছেন এনসিপি সাংসদ।
খবর : উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল।


