এনএম গুপ্তা ফুটবলে জয়ী সেনাপতি

বরাক তরঙ্গ, ৫ নভেম্বর : ৩৩তম ক্যাপ্টেন এনএম গুপ্তা ফুটবল টুর্নামেন্টে জেমসের জোড়া গোলে জয়ী হল মণিপুরের সেনাপতি এফসি। তারা ২-১ গোলে আইজল এফসি-কে পরাজিত করে।মঙ্গলবার শিলচর ডিএসএ মাঠে খেলার ১৫ মিনিটে প্রথম গোল করেন টিএইচ জেমস। তিন মিনিটের মধ্যেই খেলা সমতায় নিয়ে আসেন টিআর ত্লেনলোয়া। এরপর হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়। ৭৬ মিনিটে জয়সূচক গোলটি করেন টিএইচ জেমস।

ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন টিএইচ জেমস। তাঁর হাতে পুরস্কার তুলে দেন ম্যাচ কমিশনার হীরেন গগৈ (এএফএ-এর কোষাধ্যক্ষ) এবং উপস্থিত ছিলেন ডিএসএ সভাপতি শিবব্রত দত্ত ও সাধারণ সম্পাদক অতনু ভট্টাচার্য।

এ দিন, খেলা পরিচালনা করেন আব্দুল মজিদ চৌধুরী, প্রেম নার্জারি, বাবুল মোড়া ও নির্মল ভট্টাচার্য।

এনএম গুপ্তা ফুটবলে জয়ী সেনাপতি
এনএম গুপ্তা ফুটবলে জয়ী সেনাপতি

Author

Spread the News