শিলচরে দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের জন্মদিবস পালন স্মৃতি রক্ষা কমিটির

শিলচরে দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের জন্মদিবস পালন স্মৃতি রক্ষা কমিটির

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ৫ নভেম্বর : স্বাধীনতা সংগ্ৰামী দেশবন্ধু চিত্তরঞ্জন চিত্তরঞ্জন দাশের পূর্ণাঙ্গ মূর্তির পাদদশে ১৫৫তম জন্মদিবস পালন করল স্মৃতি রক্ষা কমিটি। মঙ্গলবার দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ স্মৃতি রক্ষা কমিটির বিশেষ উদ্যোগে প্রতি বছরের মতো এবছরও ন্যাশনাল হাইওয়ে পয়েন্টে স্বাধীনতা সংগ্ৰামী দেশবন্ধু চিত্তরঞ্জন চিত্তরঞ্জন দাশের পূর্ণাঙ্গ মূর্তিতে  পুষ্পার্ঘ্য অর্পণ সহ একটি আলোচনা সভার আয়োজন করে। এতে উপস্থিত প্রাক্তন সাংসদ ডাঃ রাজদীপ রায়, বীরেশ ব্যানার্জি, লেখক নীহাররঞ্জন পাল, শ্যামলকান্তি দেব, প্রবীর রায় চৌধুরী, অঞ্জন চন্দ সহ অন্যান্যরা। প্রথমে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

এরপর দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ স্মৃতি রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাধন পুরকায়স্থ স্বাগত বক্তব্যে কমিটির সৃষ্টির ইতিহাস তুলে ধরেন। তিনি আরও বলেন, নেতাজি সুভাষচন্দ্র বসু, হোসেন সোহরাওয়ার্দী, ডাঃ বিধানচন্দ্র রায়, শরৎচন্দ্র বসু, যতীন্দ্রমোহন সেনগুপ্ত এঁরা ছিলেন দেশবন্ধুর উল্লেখযোগ্য রাজনৈতিক শিষ্য। দেশবন্ধু প্রায়শই বলতেন “দেশের সার্বিক উন্নতির জন্য যদি আমাকে প্রাণপাত পরিশ্রম করতে হয়, আমি নির্দ্বিধায় তা করব।” হিন্দু, মুসলমান সকলের প্রতি শ্রদ্ধা, ভালবাসা, দুই সম্প্রদায়ের প্রতি উদারতা, দেশের প্রতি ভালোবাসা — এ সকল কারণে তাঁকে জনগণ ‘দেশবন্ধু’ খেতাবে ভূষিত করেন।

শিলচরে দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের জন্মদিবস পালন স্মৃতি রক্ষা কমিটির

নীহাররঞ্জন পাল বলেন, ভারতের মাটিতে জন্মগ্রহণ করেছিলেন স্বাধীনতা সংগ্রামের পথিকৃত দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ। তাঁর জীবন ত্যাগের, বৈরাগ্যের, দেশকে দাসত্ব শৃঙ্খল মোচনের। দুর্বার ব্রিটিশ শক্তিকে পরাস্ত করে দেশের স্বাধীনতা অর্জন ছিল তাঁর আমৃত্যু জেহাদ। তিনি ছিলেন ভারতের মুক্তি পথিক, ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম দিশারী। ডাঃ রাজদীপ রায় বলেন, স্বাধীনতা সংগ্ৰামী চিত্তরঞ্জন দাশকে দেশের মানুষ তাঁকে ভালোবেসে দেশবন্ধু নামে ভূষিত করেন। তিনি ছিলেন কলকাতা কর্পোরেশনের প্রথম মেয়র। তাঁর ছিল গভীর সাহিত্যানুরাগ। তিনি লিখেছেন অনেক বই। তার মধ্যে উল্লেখযোগ্য হল অন্তর্যামী, মালঞ্চ, সাগর সঙ্গীত প্রভৃতি। তিনি আরও বলেন, দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের দেশপ্রেম, রাজনীতি ও ত্যাগের যে এক অদ্ভুত কাহিনী লুকিয়ে তা আগামী প্রজন্মের সম্মুক্ষে তুলে ধরাটা এক আবশ্যক হয়ে দাঁড়িয়েছে, এই বিষয়টি উপস্থিত সবাইকে জানান।

এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নীহার পুরকায়স্থ, নবদ্বীপ দাস, শিলচর পুরসভার পক্ষ থেকে সৌরভ দেব, বিপ্লব রায়, কবি শতদল আচার্য, শুভ্রজিৎ সোম, শিবু মিশ্র, রাজু দাস প্রমুখ।

Author

Spread the News