জাতীয় গণিত দিবস উপলক্ষে নির্ঝর ও শুভদীপকে সংবর্ধনা রামকৃষ্ণনগরে
বরাক তরঙ্গ, ২৪ ডিসেম্বর : রামকৃষ্ণনগরের কোচিং ইনস্টিটিউট রামানুজন ইনস্টিটিউট অব ম্যাথমেটিক্স দিনটি জাতীয় গণিত দিবস হিসেবে পালন করে। ভারতের সর্বকালের শ্রেষ্ঠ গণিতজ্ঞ শ্রীনিবাসন রামানুজনের প্রতিকৃতিতে মাল্যদান ও প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন সেই ইনস্টিটিউটের কর্ণধার তথা গণিত শিক্ষক সূর্য্যাংশু নাথ। পরে বিভিন্ন বক্তারা রামানুজনের জীবনী এবং বর্তমান যুগে ম্যাথমেটিক্স শিক্ষার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন।
এই জাতীয় গণিত দিবস উদযাপনের অঙ্গ হিসেবে পরের দিন অর্থাৎ ২৩ ডিসেম্বর শনিবার এক সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন আসাম অ্যাকাডেমি অব ম্যাথমেটিক্স সংগঠনের কাছাড় জেলার কোষাধ্যক্ষ সুব্রত রায় এবং মুখ্য বক্তা হিসেবে ছিলেন শিলচরের দুই কৃতী সন্তান চেন্নাই ম্যাথমেটিকেল ইনস্টিটিউটে পড়ুয়া নির্ঝর নাথ এবং কলকাতার ইন্ডিয়ান স্ট্যাটিসটিকেল ইনস্টিটিউটের ছাত্র শুভদীপ রায়। তাঁদের প্রত্যেককে মানপত্র এবং উত্তরীয় দিয়ে সংবর্ধিত করা হয়। সেমিনারে আমন্ত্রিত মুখ্য বক্তারা উপস্থিত ছাত্রছাত্রীদের সামনে কিছু গাণিতিক সূত্রের প্রামাণিক সৌন্দর্য, দৈনন্দিন জীবনে গণিতের প্রয়োজনীয়তা এবং পেশাগত সুযোগ সুবিধার উপর দৃষ্টি আকর্ষণ করেন। এই আলোচনা চক্রে অংশগ্রহণ করেন রামকৃষ্ণ নগরের বিভিন্ন স্কুল কলেজের অসংখ্য গণিতপ্রেমী ছাত্রছাত্রী সহ একাধিক গণিত শিক্ষক।
অনুষ্ঠানের শেষে উপস্থিত প্রত্যেক ছাত্রছাত্রীদের হাতে শংসাপত্র প্রদান করে ধন্যবাদ সূচক বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন সূর্য্যাংশু নাথ।