শ্রীভূমিতে উনিশের পথচলায় জনতার ঢল

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১৮ মে : বাঙালিরা নিজের ভাষার পাশাপাশি অন্যের ভাষাকেও শ্রদ্ধা ও মর্যাদা জানায়। উনিশের চেতনার শ্রীভূমি শহরের হাজারো ভাষাপ্রেমিকের দৃপ্ত কণ্ঠে গর্জে উঠল মাতৃভাষার অধিকার রক্ষার দাবি। অসমের বাংলা ভাষার গর্ভগৃহ বরাকের মাটিতে এগারোটি তাজা প্রাণের বিনিময়ে অর্জিত মাতৃভাষার অধিকার এবং বহুভাষিক ঐক্যকে অক্ষুণ্ণ রাখার আহ্বান জানালেন ৬১ ভাষা আন্দোলনের সৈনিক সমাজকর্মী সতু রায়।

রবিবার শ্রীভূমির শম্ভু সাগর উদ্যানের জাতীয় শহিদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে উনিশের পথচলার সূচনা করে সতু রায় আজকের প্রজন্মের কাছে অঙ্গীকারের বার্তা দিয়ে বলেন, সময়ের সঙ্গে সবকিছুর পরিবর্তন হচ্ছে তবে ভাষা সংস্কৃতির পরিবর্তন না হয় সেদিকে নজর দিতে হবে। কারণ প্রতি মুহূর্তে ভাষা আগ্রাসন চলছে। তিনি বলেন, মহামিছিলের আয়োজন করা হয় আমাদের মধ্যে চেতনা জাগাতে।

বৃষ্টি উপেক্ষা করে সীমান্ত শহরের  বুকে নেমে আসে হাজারো ভাষাপ্রেমীর বাধভাঙা জোয়ার। ভাষার আবেগ এবং অমর উনিশের ভাষা শহিদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে জেলা সদরের বিভিন্ন স্কুল-কলেজের পাশাপাশি বাজারিছড়া, রামকৃষ্ণনগর, পাথারকান্দি, বদরপুর, শ্রীগৌরী, নিলামবাজার, চরগোলা অঞ্চল সহ গ্রাম-গ্রামান্তরের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা মিছিলে পা মেলান। “বরাকের আওয়াজ’ এর উনিশের পথচলার উদাত্ত আহ্বানে জেলার বিভিন্ন দল ও সংগঠনের নেতৃবর্গ রাজনৈতিক মতাদর্শকে পেছনে ফেলে ভাষার অধিকার রক্ষার সংগ্রামে অংশগ্রহণ করেন।

শ্রীভূমিতে উনিশের পথচলায় জনতার ঢল

নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তির পাদদেশে (ইয়ুথ ইউনিটি ক্লাবের ) প্রাঙ্গণে পথচলার সমবেত হন। সেখানে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে ভাষা সেনানি সুখেন্দুবিকাশ পাল, ৬১ সালের ভাষা আন্দোলনের ইতিহাসের প্রেক্ষাপট তুলে ধরেন। তিনি বলেন, আমরা গর্বিত বর্তমান প্রজন্মের ছেলে মেয়েরা ভাষা আন্দোলনকে চেতনাময় করে রেখেছে। সবার অক্লান্ত পরিশ্রমের ফলে আজকের এই বিশাল পথচলার প্রতিটি মুহূর্তে স্মরনীয় হয়ে থাকবে। বরাকের আওয়াজের পক্ষে গোটা অনুষ্ঠানের তাৎপর্য নিয়ে প্রাসঙ্গিক আলোচনা করেন আহবায়ক অরূপ রায়। এদিনের পথচলায় সামিল হতে দেখা যায় নুপুর নৃত্যালয়, ড. প্রমোদ রঞ্জন চৌধুরী শিশু নিকেতন, গীতবিতান সাংস্কৃতিক সংস্থা, শ্রীভূমি সরস্বতী
মহাবিদ্যালয়, সুর মন্দির, সুর সপ্তক, সর্ব ভারতীয় সিলেটি ফোরাম, সরস্বতী বিদ্যা নিকেতন, সমন্বয়ক সঙ্গীত মহাবিদ্যালয়, খুশি স্মৃতি সংস্থা, নৃত্য ঘথা কলা কেন্দ্র, ভূমিকা সামাজিক সাংস্কৃতিক সংস্থা, যোগমায়া সঙ্গীত মহাবিদ্যালয়, চারনিক, নবতরঙ, মহর্ষি বিদ্যামন্দির সহ অগণিত সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের

Spread the News
error: Content is protected !!