শিলচর মারোয়াড়ি সম্মেলনের মেগা রক্তদান শিবির
বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ,১৮ মে : শিলচর মারোয়াড়ি সম্মেলন ও মারোয়ারি যুব মঞ্চ শিলচর টাইটানস, শিলচর সমৃদ্ধি, শিলচর উদয় এবং লক্ষীপুর শিখরের ব্যবস্থাপনায় রবিবার শিলচর জৈন ভবনে এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়।উত্তর-পূর্ব প্রদেশিক মাড়োয়ারি যুব মঞ্চ (পিপিএমওয়াইএম) “অপারেশন রক্ত”-এর রাজ্যব্যাপী উদ্যোগের আওতায় এই শিবিরটি আয়োজন করা হয়েছিল। যা আসাম জুড়ে রক্তদানকে উৎসাহিত করার জন্য ১৮ থেকে ২৫ মে পর্যন্ত অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা রক্তদান শিবির আয়োজন করার ওপর গুরুত্ব আরোপ করেছিলেন। আর এই লক্ষ্যে শিলচরে এই রক্ত দান শিবির আয়োজন করা হয়। এদিন শিবিরে ১২৭ জন রক্তদাতা রক্তদান করেছেন।প্রথমবারের মতো রক্তদানকারী প্রায় ১০ জন সদস্য, ১০ জন দম্পতি এবং ১১০তম বারের মতো রক্তদানকারী সুরেন্দ্র বেদও এতে অংশগ্রহণ করেন। শিলচর মেডিকেল কলেজের অভিজ্ঞ দলের তত্ত্বাবধানে নিরাপদ এবং নিয়মতান্ত্রিকভাবে শিবির পরিচালিত হয়।এই শিবিরে উপস্থিত ছিলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডাঃ ভাস্কর গুপ্ত। তাঁরা এই অনুষ্ঠানের প্রশংসা করেন এবং এটিকে একটি অনুপ্রেরণামূলক সমাজসেবামূলক প্রচেষ্টা বলে অভিহিত করেন।
এই শিবির আয়োজনে অন্যতম ভূমিকা পালন করেন শিলচর মাড়োয়ারি সম্মেলনের সভাপতি মুলচাঁদ বৈদ, শিলচর মাড়োয়ারি যুব মঞ্চের সভাপতি বিবেক জৈন, শিলচর টাইটান্সের সভাপতি অমিত বরদিয়া, শিলচর সমৃদ্ধির সভাপতি কবিতা লুনাওয়াত পাটোয়া, শিলচর উদয়ের সভাপতি প্রতীক সান্ড, লক্ষীপুর শিখরের সভাপতি সৌরভ ভূরা। এছাড়া রক্ত দান আহ্বায়ক হিসেবে ছিলেন মাড়োয়ারি সম্মেলনের পবন জৈন, অরিহন্ত কুমার গুলগুলিয়া, শিলচর টাইটান্সের মায়াঙ্ক সুরানা, শিলচর সমৃদ্ধির গাট্টু সুরানা, শিলচর উদয়ের রাহুল হিরাওয়াত, লক্ষীপুর শিখরেরহেমন্ত বিনায়কিয়া। উত্তর-পূর্বাঞ্চলীয় আঞ্চলিক মাড়োয়ারি যুব ফোরামের কার্যনির্বাহী সদস্য মনোজ সোনাভাত, ধীরজ জৈন, সোনিয়া বাগদা এবং স্থায়ী আমন্ত্রিত সদস্য ললিত বোথরার নির্দেশনা এবং সহায়তা শিবিরটি সফল হয়েছে। এর জন্য আয়োজকরা তাদের বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন।এছাড়াও, এই মহৎ প্রচেষ্টায় সহায়তার জন্য আয়োজকরা পিপিএমওয়াইএম বিভাগ ১-এর সহ-সভাপতি হরিশ কুমার কাবরা এবং সহ-সম্পাদক মন্দাক্ষ কুমার গুলগুলিয়াকে ধন্যবাদ জানান।

এছাড়াও, শিলচরের অনেক সামাজিক সংগঠন এবং বিশিষ্ট ব্যক্তিত্বরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং এই অনুষ্ঠানের ভূয়সী প্রশংসা করেন।মাড়োয়ারি সম্মেলন এবং মাড়োয়ারি যুব মঞ্চের সকল ইউনিটের স্বেচ্ছাসেবকরা শিবিরটি সফল করার জন্য দিনরাত পরিশ্রম করেছেন। রক্তদাতাদের খাবার এবং প্রশংসাপত্র প্রদানের মাধ্যমে সম্মানিত করা হয়। সংগৃহীত রক্তের ইউনিটগুলি দুর্ঘটনার শিকার, অস্ত্রোপচারের রোগী এবং গুরুতর অসুস্থতায় ভুগছেন এমন রোগীদের জন্য জীবন রক্ষাকারী প্রমাণিত হবে জানানো হয়েছে।