কুশিয়ারকুল বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই নয়টি দোকান
ঝুমি নাথ, বড়খলা।
বরাক তরঙ্গ, ১ অক্টোবর : কাটিগড়া কুশিয়ারকুল বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। সোমবার রাত আনুমানিক বারোটা নাগাদ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটি সংঘটিত হয় একটি মার্কেট কমপ্লেক্সে। কমপ্লেক্সে থাকা নয়টি দোকান ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।
ককো সিংহের কমপ্লেক্সে রাতে হঠাৎ এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। একজন পথচারী আগুন দেখে হাল্লা চিৎকার করলে স্থানীয়রা বেরিয়ে আসেন। মুহূর্তের মধ্যে কমপ্লেক্সে আগুন ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় কালাইন অগ্নি নির্বাপক বাহিনীকে। বাহিনী পৌঁছে প্রায় ২ ঘন্টা যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনেন।তবে আগুনের লেলিহান নয়টি দোকান ভস্মীভূত করে। আগুন লাগার সঠিক কোন কারণ জানা যায়নি। অগ্নিকাণ্ডে প্রায় ৮০ লক্ষ টাকা কয়েকটি পরিমাণ হবে বলে ধারণা স্থানীয়দের।