সেনার গুলিতে নিকেশ ২ জঙ্গি, অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ

২৮ আগস্ট : সেনা-জঙ্গির গুলির লড়াইয়ে ফের উত্তপ্ত উপত্যকা। নিয়ন্ত্রণরেখা পেরিয়ে জম্মু ও কাশ্মীরে জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ। ভারতীয় সেনার গুলিতে নিকেশ হয়েছে ২ জঙ্গি। এখনও অব্যাহত রয়েছে তল্লাশি অভিযান।

ভারতীয় সেনার সূত্রে খবর, বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীরের বান্দিপোরা জেলার গুরেজ সেক্টরে নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করছিল একদল জঙ্গি। কিন্তু সেই সময় নৌশেরা এলাকায় সেনা জওয়ানদের সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়। তাতেই গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় দুই জঙ্গির। ওই এলাকায় আরও কোনও জঙ্গি রয়েছে কিনা তা নিশ্চিত করার জন্য ব্যাপক তল্লাশি অভিযান শুরু করে সেনা। সেই সময় ওই নিহত জঙ্গিদের দেহ উদ্ধার করা হয়।

Spread the News
error: Content is protected !!