শামিম বড়ভূইয়া, সোনাই।
বরাক তরঙ্গ, ১৭ ডিসেম্বর : সোনাবাড়িঘাটে শুরু হল নাইট ফুটবল টুর্নামেন্ট। বুধবার সন্ধ্যায় ওয়ার্ক ফর গুড’ এনজিও নক-আউট সিক্স-এ সাইড নাইট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন সোনাবাড়িঘাট-বাগপুর জেলা পরিষদ সদস্যার প্রতিনিধি রাকা মজুমদার। সঙ্গে ছিলেন সমাজকর্মী জবারুত আলম চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী ফকরুল ইসলাম বড়ভূইয়া, হামিদুল হক চৌধুরী, জাবেদ চৌধুরী, ব্যবসায়ী আকমল হোসেন লস্কর প্রমুখ।
সোনাবাড়িঘাটের ওএনজিসি সংলগ্ন মাঠে আয়োজিত টুর্নামেন্টে উদ্বোধন ম্যাচে মুখোমুখি হয় আনোয়ারপার ও যুব ক্লাব মধুরবন্দ। উদ্বোধনী ম্যাচে জয়ী জয় ২-১ গোলে আনোয়ারপার।


