বরাক তরঙ্গ, ১১ ডিসেম্বর : সোনাবাড়িঘাটে শুরু হচ্ছে নাইট ফুটবল টুর্নামেন্ট। ওয়ার্ক ফর গুড’ এনজিও নক-আউট সিক্স-এ সাইড নাইট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে। টুর্নামেন্ট সোনাবাড়িঘাটের ওএনজিসি সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হবে। আগামী ১৭ ডিসেম্বর সন্ধ্যা ৪টায় টুর্নামেন্টের উদ্বোধন করা হবে।
পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন দল পাবে ১০ হাজার টাকা সহ ট্রফি ও রানার্স দলকে দেওয়া হবে ৭ হাজার টাকা সহ ট্রফি। ইচ্ছুক দল বা খেলোয়া 8638901909 / 9101159364 নম্বরে যোগাযোগ করতে পারবেন।


