শামিম বড়ভূইয়া, সোনাই।
বরাক তরঙ্গ, ৩০ ডিসেম্বর : জয়নগর সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের ইংরেজি নববর্ষ উপলক্ষে তিনরাতব্যাপী ৬-এ সাইড নকআউট প্রাইজমানি ফুটবল টুর্নামেন্ট শুরু হল। মঙ্গলবার নিজ-জয়নগরের এসি মেমোরিয়াল উচ্চবিদ্যালয় খেলার মাঠে উদ্বোধনী ম্যাচে ৩-১ গোলে জয়ী জয় লামারগ্রাম। তারা হারায় কামরঙাকে।
ম্যাচে জোড়া হোল করেন আসিফ ১৮ ও ২৮ মিনিটে। ১২ মিনিটে রাতুল কর্মকার গোল। কামরাঙার জাম্বু সিংহ ২৪ মিনিটে গোল করেন। উদ্বোধনী ম্যাচে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুই জেলা পরিষদ সদস্য নুর ইসলাম বড়ভূইয়া ও ফরিদা পারভিন লস্কর, দুই জিপি সভাপতি কমরুজ্জামান বড়ভূইয়া ও অপর্ণা দাস।



