ত্রিপুরার বিলোনিয়ায় আটক অবৈধ নাইজেরিয়ান মহিলা

যশপাল সিং, আগরতলা।
বরাক তরঙ্গ, ২৩ আগস্ট : বিলোনিয়া রেলস্টেশন চত্বরে এক অবৈধ নাইজেরিয়ান অনুপ্রবেশকারী মহিলাকে আটক করাকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হলো। আটক হওয়ার পর ওই মহিলা প্রশাসনকে অমান্য করার পাশাপাশি কর্তব্যরত সাংবাদিক ও মহিলা বিএসএফ কর্মীদের সঙ্গে চরম দুর্ব্যবহার করেন বলে অভিযোগ। এই নজিরবিহীন ঘটনায় স্তম্ভিত প্রত্যক্ষদর্শীরা। সূত্রের খবর, শনিবার বিলোনীয়া রেলস্টেশনে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) ওই নাইজেরিয়ান মহিলাকে আটক করে। তাঁর কাছে ভারতে প্রবেশের কোনো বৈধ কাগজপত্র ছিল না বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। কিন্তু আটকের পরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ওই মহিলা আচমকাই আগ্রাসী হয়ে ওঠেন।

তিনি সংবাদ সংগ্রহ করতে যাওয়া এক সাংবাদিকের গায়ে জল ছিটিয়ে দেন এবং তাঁর ক্যামেরা কেড়ে নেওয়ার চেষ্টা করেন। শুধু তাই নয়, কর্তব্যরত মহিলা বিএসএফ জওয়ানদের উদ্দেশ্যে তিনি অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন বলে অভিযোগ। প্রশাসনের সামনে একজন বিদেশি নাগরিকের এহেন ঔদ্ধত্যপূর্ণ আচরণে স্টেশন চত্বরে উপস্থিত সাধারণ মানুষের মধ্যে তীব্র চাঞ্চল্য ছড়ায়। এই ঘটনার পর প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রত্যক্ষদর্শীরা কঠোর প্রশাসনিক পদক্ষেপের দিকেই তাকিয়ে রয়েছেন। বর্তমানে ওই মহিলাকে বিলোনীয়া থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Spread the News
error: Content is protected !!