বিস্ফোরণ তদন্তে আসছে NIA দল
বরাক তরঙ্গ, ১৬ ডিসেম্বর : যোরহাটে বিস্ফোরণের তদন্ত করতে আসছে
জাতীয় তদন্ত সংস্থার (এনআইএ) একটি দল। আজ, শনিবার এই দল অসমে পৌঁছবে। বিস্ফোরণ কাণ্ডের সেনাবাহিনী এবং এনআইএ দল তদন্ত করবে বলে জানা গেছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার সন্ধ্যায় যোরহাট জেলায় বিস্ফোরণের ঘটনা ঘটে। যোরহাটে সেনাবাহিনীর ৪১ তম সাব-অ্যারিয়ার প্রবেশদ্বারে একটি গ্রেনেড বিস্ফোরিত হয় সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ। একই রাতে টিয়াকের কাকজানের বামকুকুরাচোয়াতে গুলি চালানোর ঘটনা ঘটে।
বিস্ফোরণের সঙ্গে জড়িত কাউকে গ্রেপ্তার করা হয়নি, তবে আলফা (স্বাধীন) কমান্ডার পরেশ বরুয়া বিস্ফোরণের দায় স্বীকার করেছেন। এ দিকে, টিয়কের অরিন্দম বরা ফেসবুকে কুমন্তব্য করায় পুলিশ তাকে আটক করে।