লক্ষীপুর ও হরিনগর চিকিৎসা কেন্দ্রে চলছে এনএইচএম স্বাস্থ্যকর্মীদের কর্মবিরতি

কেএইচ লস্কর, লক্ষীপুর।
বরাক তরঙ্গ, ৬ মার্চ : জাতীয় স্বাস্থ্য মিশন (এনএইচএম) কর্মচারীদের তিনদিনের আন্দোলনে রাজ‍্যের চিকিৎসা পরিষেবা একেবারে স্তব্ধ হয়ে পড়েছে। মঙ্গলবার থেকে আজ বৃহস্পতিবার পর্যন্ত এনএইচএম কর্মীদের আন্দোলন চলতে থাকে। রাজ‍্যের সঙ্গে কাছাড় জেলার লক্ষীপুর ও হরিনগর ব্লক প্রাথমিক চিকিৎসা কেন্দ্রের অধীনে থাকা প্রত‍্যেক চিকিৎসা কেন্দ্রের এনএইচএমের অধীন নার্স ও অন‍্যান‍্য স্বাস্থ্যকর্মীরা এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন। জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে থাকা নার্সরা তাদের আন্দোলনের ফাঁকেও মানবিক দৃষ্টিকোণ থেকে প্রসূতি মহিলাদের সেবা শুশ্রূষা চালিয়ে যাচ্ছেন। এছাড়া চিকিৎসা কেন্দ্রের অন‍্যান‍্য কাজকর্ম বন্ধ রেখে বিভিন্ন দাবি আদায় করতে তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন। লক্ষীপুর ব্লক প্রাথমিক চিকিৎসা কেন্দ্রের অধীন বাঁশকান্দি কমিউনিটি হেলথ সেন্টারের নার্স ও অন্যান্য এনএইচএম কর্মীরাও এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

লক্ষীপুর ও হরিনগর চিকিৎসা কেন্দ্রে চলছে এনএইচএম স্বাস্থ্যকর্মীদের কর্মবিরতি

সরকারি কর্মচারী হিসেবে তাদের নেই কোন সরকারি সুযোগ সুবিধা। অথচ সবরকম গুরুদায়িত্ব পালন করে যাচ্ছেন এনএইচএম কর্মীরা। তাঁদের ন‍্যায‍্য দাবি এনএইচএম কর্মীদের চাকরি স্থায়ী করা, সমকাজে সমবেতন প্রদান করা, সমমর্যাদা ও অন‍্যান‍্য সুযোগ সুবিধা প্রদান করা।

লক্ষীপুর ও হরিনগর চিকিৎসা কেন্দ্রে চলছে এনএইচএম স্বাস্থ্যকর্মীদের কর্মবিরতি

Author

Spread the News