নয়া ভোটার সচেতনতায় এনএসএস ও এসভিপিপি সেলের সভা এসএস কলেজে
বরাক তরঙ্গ, ১৪ মার্চ : আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে নয়া ভোটারকে ভোটদানের জন্য অনুপ্রাণিত করার জন্য বৃহস্পতিবার হাইলাকান্দি এসএস কলেজে এক সচেতনতা সভা এবং ইভিএম এর মাধ্যমে কিভাবে ভোটদান করা হয় তা হাতে কলমে শিখিয়ে দেওয়া হয়। এদিন এসএস কলেজের সভা কক্ষে কলেজ অধ্যক্ষ হিলাল উদ্দিন লস্করের পৌরোহিত্যে সচেতনতা শিবিরের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন এসএস কলেজ ন্যাশনাল সার্ভিস স্কিম (এনএসএস) এর সংযোগক ড. শুভ গৌরব রায়। তিনি বলেন, জাতীয় ভোটার সচেতনতা অভিযানের অন্তর্গত নতুন ভোটার দের ভোটদানে আকৃষ্ট করার জন্য এই সচেতনতা সভার আয়োজন করা হয়েছে। আর এতে জেলা প্রশাসনের নির্বাচন প্রচার বিভাগ তথা এসভিপিপি সেল এগিয়ে আসায় তিনি জেলা নির্বাচনী আধিকারিকের প্রতি কৃতজ্ঞতা জানান।
অধ্যাপক দেবাশিস গুহ ঠাকুরতার পরিচালনা সভায় নির্বাচনী প্রচার বিভাগের পক্ষ থেকে আলোচনার সূচনা করেন সেল সদস্য শংকর চৌধুরী। তিনি বলেন, গণতান্ত্রিক রাষ্ট্র ব্যাবস্থায় ভোটদান করা সবার কর্তব্য তথা অধিকারও।আর এক সমৃদ্ধশালী রাষ্ট্র গঠনে সবাইকে ভোটদানে এগিয়ে আসার আহ্বান জানান। কলেজ অধ্যক্ষ হিলাল উদ্দিন লস্কর গণতান্ত্রিক মূল্যবোধ সম্পর্কে আলোকপাত করেন এবং নিজেদের ভোটাধিকার সাব্যস্ত করতে নতুন ভোটার সহ সর্বস্তরের নাগরিকের অংশ গ্রহন কামনা করেন।
এদিন কলেজের অধ্যাপক তথা জাতীয় স্তরে স্বীকৃত প্রাপ্ত মাস্টার ট্রেনর পিনাকপানি নাথ চৌধুরীকে কলেজের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয়। পিনাকবাবু বলেন, ইতিমধ্যে তিনি দেশের বিভিন্ন স্থানে প্রশিক্ষণ পর্বে অংশ গ্রহণ করেছেন। তিনি আরও জানান যাদের বয়স ১৮ হয়েছে কিন্তু কোন কারনে এখনো ভোটার তালিকায় নাম উঠে নি তারা ১ এপ্রিল এর মধ্যে নির্বাচন কমিশন এর ওয়েব সাইটে গিয়ে অথবা নিজেদের এলাকার বিএলও দের সাথে যোগাযোগ করতে হবে।
এদিন কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের অধ্যাপক আব্দুল মান্নান মজুমদার ছাত্রছাত্রীদের রাষ্ট্র বিজ্ঞানের পরিভাষায় নির্বাচন সম্পর্কে বিভিন্ন তথ্য তুলে ধরে বক্তব্য রাখেন এবং সবাইকে ভোটার সচেতনতার অঙ্গ হিসেবে শপথ বাক্য পাঠ করান। সিভ সেলের অন্যতম সদস্য তথা কবি সৌমকান্তি ভট্টাচার্য বক্তব্য রাখতে গিয়ে রাষ্ট্র নির্মানে ভোটদানের প্রয়োজনীয়তা সম্পর্কে সবাইকে অনুপ্রাণিত করেন। দেবাশিস গুহ ঠাকুরতা ও শুভ গৌরব ছাত্রছাত্রীদের ইভিএম এবং ভিভিপ্যাট সম্পর্কে আলোকপাত করেন এবং ভোটদানের একটি মহড়া পরিচালনা করেন। এতে সহযোগিতা করেন পিনাকপানি নাথ চৌধুরী, রূপম সেন, অসীম কল্যাণ, তাজ উদ্দিন খান, কনিকা ব্রহ্ম, রিমি বর্মণ, মিলন দাস সহ সিভ সেল সদস্য হৃদম ঘোষ, বিপ্লব দাস, রাজ যাদব নুরুল হক লস্কর প্রমুখ। ছাত্রছাত্রীরা ও ইভিএম প্রশিক্ষণ পেয়ে ভীষণ আনন্দিত বলে জানিয়ে আসন্ন নির্বাচনে নিজেদের ভোটাধিকার সাব্যস্ত করার অঙ্গীকার করেন।
এদিকে, জেলা নির্বচনী প্রচার বিভাগ থেকে জেলা জুড়ে ভোটার সচেতনতা বৃদ্ধি করতে ব্যাপক কার্যসূচী গ্রহণ করা হয়েছে বলে জানান সহকারী জেলা আয়ুক্ত পূজা দাওলাগপু।