আন্তঃস্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন নিউ অক্সফোর্ড, রানার্স নরসিং এইচএস স্কুল

ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ৭ মে : শিলচর জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত অনূর্ধ্ব ১৬ আন্তঃস্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন হল নিউ অক্সফোর্ড এইচএস স্কুল। অর্থাৎ স্পনসর স্কুলের দখলে গেল চ্যাম্পিয়নের ট্রফি। টুর্নামেন্টের ফাইনালে মঙ্গলবার তারা ৩০ রানের ব্যবধানে হারায় নরসিং এইচএস স্কুলকে।

সতীন্দ্র মোহন দেব স্টেডিয়ামে ফাইনাল ম্যাচে নিউ অক্সফোর্ড অধিনায়ক পারভেজ উদ্দিন চৌধুরী (২) শুরুতেই আউট হয়ে যান। তবে সুশান্ত দাস ও সাহিল উদ্দিন লস্করের দুরন্ত ব্যাটিং এবং মহম্মদ নওয়াজ লস্করের ভাল বোলিংয়ে ম্যাচটা সহ ট্রফি নিজেদের ঘরে নিয়ে যায় নিউ অক্সফোর্ড স্কুল। ওপেনার সুশান্ত দাস দ্বিতীয় উইকেটে সাহিল উদ্দিন লস্করকে নিয়ে ১১৭ রান জুড়ে দলকে মজবুত অবস্থানে নিয়ে যান। ৫৬ বলে ৬০ রানের দর্শনীয় হাফ সেঞ্চুরির ইনিংস খেলেন সুশান্ত। হাঁকান দুটি বাউন্ডারি এবং পাঁচটি ছক্কা।

আন্তঃস্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন নিউ অক্সফোর্ড, রানার্স নরসিং এইচএস স্কুল
রানার্স দল।

অন্যদিকে, দুটি বাউন্ডারি ও তিনটি ছক্কার সাহায্যে ৩৬ বলে ৪৪ রান করেন সাহিল। এছাড়া ২৪ রান করেন সমৃদ্ধ নাথ। নির্ধারিত ২৫ ওভারে নিউ অক্সফোর্ডের স্কোর দাঁড়ায় ৯ উইকেটে ১৭০ রান। নরসিং অধিনায়ক ময়ূরেশ বাসফর ৩ উইকেট নেন, দেবা দাস পান দুটি।

জবাবী ব্যাটিং ভালো করতে না পারায় রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হল গতবারের চ্যাম্পিয়ন নরসিং স্কুলকে। প্রথম ২৪ রানে তারা হারায় ২ উইকেট। শেষ পর্যন্ত ২১.৫ ওভারে ১৪০ রানে ফুরিয়ে যায় তারা। অতিরিক্ত ৩৭ রান পেয়েও লাভ হয়নি। নরসিংয়ের তামিম বড়ভূঁইয়া ২৮, দেবা দাস ২২ ও স্নেহাশিস সাহা ১৪ রান করেন। ২৬ রান দিয়ে ৪ উইকেট নিয়ে ম্যান অব দ্য ফাইনালের পুরস্কার ছিনিয়ে নেন অক্সফোর্ডের নওয়াজ। অসিফ ফারহান লস্কর পান দুই উইকেট।
খেলা শেষে পুরস্কার তুলে দেন ডিএসএ সভাপতি শিবব্রত দত্ত, সচিব অতনু ভট্টাচার্য, কোষাধ্যক্ষ বুদ্ধদেব চৌধুরী, সহসচিব অরিজিৎ গুপ্ত, দেবাশিস সোম, স্পনসর নিউ অক্সফোর্ড স্কুলের এমডি সুনীল আগরওয়াল, স্কুলের জিবি সভাপতি বিশান লাল আগরওয়াল প্রমুখ।

আসরের সেরা ব্যাটারের পুরস্কার পান চ্যাম্পিয়ন দলের সাহিল। তাদের পারভেজ পেয়েছেন সেরা উইকেটরক্ষকের পুরস্কার। সেরা বোলার সহ ম্যান অব দ্য সিরিজের পুরস্কার গিয়েছে নরসিংয়ের ময়ুরেশের দখলে। সেরা ফিল্ডার হয়েছেন একই দলের স্নেহাশিস। ব্যক্তিগত পুরস্কার প্রাপকরা ট্রফি সহ পান নগদ অর্থ। চ্যাম্পিয়ন হয়ে ট্রফি ও ১২ হাজার টাকা পেল অক্সফোর্ড। ট্রফি ও ৬ হাজার পায় নরসিং স্কুল।

Author

Spread the News