মহালয়ায় নতুন বাজার কিশোর সংঘ ক্লাবের ব্যতিক্রমী পূণ্যার্থী সেবা

বরাক তরঙ্গ৷ ২ অক্টোবর : প্রতিবছরের ন্যায় এবার ও নতুন বাজার কিশোর সংঘ ক্লাবের ব্যতিক্রমী পূণ্যার্থী সেবা। এবছর।তারা চা ও সুজির হালুয়ার ব্যাবস্থা করেন পূণ্যার্থীদের জন্য। প্রতিবছর তারা আলাদা আইটেম রাখেন মহালয়ায়। বুধবার ভোর ৩টা থেকেই কিশোর সংঘের সম্পাদক মিল্টন দেবের নেতৃত্বে সদস্যরা চা ও সুজির হালুয়া বিতরণ শুরু করেন এবং সকাল ৭ টা পর্যন্ত চলে।

এদিন নতুন বাজারে প্রতি বছরের ন্যায় এবছর ও অসংখ্য পূণ্যার্থী সমাগম ঘটেছে। মিল্টন দেব সংবাদমাধ্যমকে জানান, এবছর ও তারা মাতৃসদন কালীবাড়িতে জমকালো দুর্গাপূজার আয়োজন করতে যাচ্ছেন।

মহালয়ায় নতুন বাজার কিশোর সংঘ ক্লাবের ব্যতিক্রমী পূণ্যার্থী সেবা
মহালয়ায় নতুন বাজার কিশোর সংঘ ক্লাবের ব্যতিক্রমী পূণ্যার্থী সেবা

Author

Spread the News