মহালয়ার প্রভাতে “এসো মা কে আঁকি” প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কৃত করল অঙ্কনশ্রী ফাইন আর্টস
বরাক তরঙ্গ, ২ অক্টোবর : প্রকৃতি স্বদয় থাকায় হাইলাকান্দি শহরের মিশন রোডে অযাজক মন্দিরের পাশে তাৎক্ষণিকভাবে চিত্র শিল্পীরা দেবী দুর্গার ছবি অঙ্কন করে বাড়তি আনন্দ দিলেন পথচারীদের। পাশাপাশি গত ১ সেপ্টেম্বর থেকে পর্যায়ক্রমে এসো দুর্গা আঁকি সবাই বসে আঁকো প্রতিযোগিতা অংশ গ্রহণ কারী বিজয়ীদের পুরষ্কৃত করা হয়।
প্রসঙ্গত গত ১ সেপেটেম্বর লালা প্রণবানন্দ বিদ্যামন্দিরে, ৮ সেপেটেম্বর শনবিল সুদিনচন্দ্র দাস মেমোরিয়াল স্কুল ও কাটলিছড়া প্রণবানন্দ বিদ্যামন্দিরে, ১৪ সেপ্টেম্বর আয়নাখালেট ৪৯১ নং অখণ্ড হিন্দি এলপি স্কুলে এবং গত ২২ সেপ্টেম্বর শ্রীকিষান শারদা কলেজ অনুষ্ঠিত হয়েছিল এই বার্ষিক প্রতিযোগিতা।
এদিনে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের মধ্যে ছিলেন সংস্কৃতি কর্মী তথা এসএস কলেজেী রসায়ন বিদ্যা বিভাগের অধ্যাপিকা সুকন্যা চৌধুরী, সংস্কৃতি কর্মী রোটারিয়ান শংকর চৌধুরী, শিলাদিত্য পুরকায়স্থ্য, শ্যামল গোস্বামী প্রমুখ। অতিথিরা অঙ্কনশ্রী ফাইন আর্টসের এই প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন। তাছাড়া হাইলাকান্দিতে বিগত কয়েক বছর থেকে এই তাৎক্ষণিক চিত্রাঙ্কন অনুষ্ঠান কচি কাঁচাদের মনে সৃজনশীল চিন্তা শক্তিকে আরো ও বলিয়ান করবে এই কথা ব্যক্ত করেন এবং ভবিষ্যতে এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করেন।
তাৎক্ষণিক চিত্রাঙ্কনে অংশগ্রহণ করেন অজয় দাস, সভাপতি, অঙ্কনশ্রী ফাইন আর্টস ইনস্টিটিউশন, দীপ্তিময় পাল, সম্পাদক। বর্ণালী দাস, বিশ্বজিৎ রায়, তনুশ্রী সাহা, তনয়া দেবী, শুভন্নীতা সিনহা চৌধুরী, অমিত কুমার দাস, প্রিয়ম মিশ্র, বিপ্লব সাহা প্রমুখ ।এছাড়াও পাঁচটি বিভাগে বিজয়ী প্রতিযোগীদের মধ্যে ছিলেন প্রথম বিভাগে যথাক্রমে প্রথম প্রিয়ক্ষী দাস, দ্বিতীয় সায়ন্তন শীল, তৃতীয় অবন্তিকা দাসচতুর্থ বিরাট রায় ও
পঞ্চম জয়ীতা চক্রবর্তী। দ্বিতীয় বিভাগে প্রথম অনিকেত শুক্লবৈদ্য, দ্বিতীয় দেবাঞ্জলি শর্মা,তৃতীয় প্রজ্ঞা পুরকায়স্থ, চতুর্থ প্রান্তিক দাস,পঞ্চম টিয়া দাস তৃতীয় বিভাগে প্রথম হয়েছে প্রসেনজিৎ দেব দ্বিতীয় গোপাল দেবনাথ, তৃতীয় শুভজিৎ রায়, চতুর্থ শ্রাবনী দত্ত ও পঞ্চম স্থান অধিকার করে পূর্বা নাথ।
চতুর্থ বিভাগে প্রথম নন্দিনী মজুমদার, দ্বিতীয় তুর্য দাস,তৃতীয় দেবশ্রিতা দত্ত, চতুর্থ লক্ষী কাংশবণিক পঞ্চম স্থান অধিকার করে শ্রাবনী দাস। পঞ্চম বিভাগে প্রথম পূজা পাল, দ্বিতীয় অভিজিৎ রবিদাস, তৃতীয় প্রকাশ দাস, চতুর্থ অনামিকা দেবনাথ এবং পঞ্চম স্থান অধিকার করে কণিকা দাস। অঙ্কনশ্রী ফাইন আর্টস কর্তৃপক্ষের পক্ষে অনুষ্ঠান পরিচালনা করেন অজয় দাস, দীপ্তিময় পাল সহ অন্যান্যরা।