euro cup : সেমিতে নেদারল্যান্ডস ও ইংল্যান্ড

৭ জুলাই : এক গোলে এগিয়েও জোড়া গোল হজম। অঘটন ঘটাতে ব্যর্থ তুরস্ক। শনিবার বার্লিনে দিনের দ্বিতীয় ম্যাচে ২-১ গোলে জিতে ইউরো কাপের সেমিফাইনালে চলে গেল নেদারল্যান্ডস। ২০ বছর পর। শেষদিকে যেভাবে সুযোগ নষ্ট করেছে তুরস্ক, ম্যাচের রেজাল্ট অন্যরকম হলেও অবাক হওয়ার কিছু ছিল না। অবশ্য তার জন্য কৃতিত্ব প্রাপ্য ভারব্রুগেনের। ম্যাচের শেষ কোয়ার্টারে দুটো নিশ্চিত গোল বাঁচান ডাচ গোলকিপার। শেষ আট থেকে বিদায় নিলেও তুরস্কের এই লড়াইকে কুর্নিশ জানাতেই হবে। সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি ডাচরা।‌

এ দিকে, অন্যতম ফেভারিট হিসেবে ইউরোর অভিযান শুরু করলেও প্রত্যাশিত পারফরম্যান্স মেলে ধরতে ব্যর্থ ইংল্যান্ড। টুর্নামেন্টের শুরু থেকেই আক্রমণভাগে কেন-ফোডেনদের বোঝাপড়ার অভাব চোখে পড়েছিল। সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে তাই টাইব্রেকারে (৫-৩) গিয়ে জয় এসেছে। উইং থেকে সাকা-ট্রিপাররা আক্রমণ গড়ার চেষ্টা করলেও, বক্সে তা কাজে লাগাতে ব্যর্থ বেলিংহ্যামরা। এমন হলে সেমিতে ডাচদের বিরুদ্ধে তাদের জন্য অপেক্ষা করছে বড় বিপদ।

Author

Spread the News