২৩ জানুয়ারির আগেই রাঙ্গিরখাড়িতে নেতাজির নয়া মূর্তি স্থাপন, ভূমি পূজন ২৯ ডিসেম্বর

বরাক তরঙ্গ, ২৭ ডিসেম্বর : রাঙ্গিরখাড়িতে নেতাজি মূর্তির পুনর্নিমাণ এবং স্থাপন প্রক্রিয়া দ্রুত অগ্রসর হচ্ছে। ২০২৫ সালের ২৩ জানুয়ারির মধ্যে সমস্ত কাজ সম্পন্ন করার লক্ষ্যে শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, নেতাজি মূর্তি নবনির্মাণ ও স্থাপন কমিটির আহ্বায়ক এবং অন্যান্য কমিটির সদস্যরা কাজের গতি বাড়ানোর জন্য পদক্ষেপ নিচ্ছেন। শুক্রবার, স্থানীয় গান্ধী ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কমিটির আহ্বায়ক বিধায়ক দীপায়ন চক্রবর্তী বলেন, “রবিবার রাঙ্গিরখাড়িতে ভূমি পূজন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এবং বিদ্যমান নেতাজি মূর্তিটি সাময়িকভাবে গান্ধী পার্ক/বাগানে স্থানান্তরিত করা হবে। পূজার শুভ সময় দুপুর ১২টা ৩ মিনিট থেকে ২টা ৫৫ মিনিট পর্যন্ত। আমরা এই বিষয়ে জনগণের মতামত গ্রহণ করেছি। দীপায়ন চক্রবর্তী মূর্তির রক্ষণাবেক্ষণের উপর গুরুত্বারোপ করেন। তিনি রাঙ্গিরখাড়ি পয়েন্টের ত্রিসংযোগস্থলের মূর্তির চারপাশে ট্রাফিক দীপের পুনর্নবীকরণ এবং সৌন্দর্যায়নের বিষয়েও আলোকপাত করেন।

২৩ জানুয়ারির আগেই রাঙ্গিরখাড়িতে নেতাজির নয়া মূর্তি স্থাপন, ভূমি পূজন ২৯ ডিসেম্বর

কমিটির কোষাধ্যক্ষ রুদ্র নারায়ণ গুপ্ত সবাইকে অনুষ্ঠানে অংশগ্রহণ করার আহ্বান জানান। তিনি বলেন, “আমরা ২৩ জানুয়ারি মূর্তি উদ্বোধনের জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা করব। ওই দিন দেশপ্রেমের আবহ সৃষ্টি করতে চাই। আমরা চাই মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা মূর্তি উদ্বোধন করুন।” সহ-আহ্বায়ক উত্তমকুমার সাহা বলেন, “মূর্তি স্থাপনের জন্য আমরা প্রায় প্রস্তুত।” কমিটির সদস্য নীহাররঞ্জন পাল, দেবজ্যোতি স্বামী, প্রকৌশলী সৌগত শোম, সঞ্জয় রায়, শান্তনু রায়, জয়দীপ চক্রবর্তী, শতদল ভট্টাচার্য এবং অন্যরা উপস্থিত ছিলেন। এরপূর্বে, একই স্থানে দুপুর ১২টা ৩০ মিনিটে কমিটির একটি সভা অনুষ্ঠিত হয়। প্রকৌশলী অঙ্কুশকুমার রায়, মুলচাঁদ বৈদ, ড. বিভাস দেব, অসীত দত্ত, বিমলেন্দু রায়, দেবাশুস সোম, ঝলক, অভ্রজিৎ চক্রবর্তী (ঝলক) চামেলি পাল সহ অনেকে সভায় উপস্থিত ছিলেন।

২৩ জানুয়ারির আগেই রাঙ্গিরখাড়িতে নেতাজির নয়া মূর্তি স্থাপন, ভূমি পূজন ২৯ ডিসেম্বর

Author

Spread the News