কাবুগঞ্জে নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মবর্ষ পূর্তি অনুষ্ঠান

বরাক তরঙ্গ, ৩১ ডিসেম্বর : নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মবর্ষ উদযাপন সর্ব-ভারতীয় কমিটির আহ্বানে আগামী ২৩ জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মবর্ষ পূর্তি অনুষ্ঠান পালনের অঙ্গ হিসেবে শনিবার সংগঠনের কাবুগঞ্জ আঞ্চলিক কমিটির পক্ষ থেকে কাবুগঞ্জ জুনিয়র কলেজে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন কাবুগঞ্জ জুনিয়র কলেজের ও লক্ষীচরণ হায়ার সেকেন্ডারি স্কুলের ছাত্রীরা। উদ্বোধনী সঙ্গীতের পর নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মবার্ষিকী পালনের সমাপনী অনুষ্ঠানে আতাউর রহমান লস্কর মেমোরিয়াল অ্যাওয়ার্ড স্টার মার্কস পাওয়া ছাত্র ছাত্রীদের হাতে তুলে দেওয়া হয়। এছাড়াও আর এফ এডুকেশন্যাল এওয়ার্ড প্রদান করা হয় প্রাক্তন শিক্ষক রবিশঙ্কর নাথ।

এরপর নেতাজির আত্মত্যাগ, বীরত্ব, জীবনের বিভিন্ন দিক নিয়ে অনুষ্ঠিত আলোচনা সভার উদ্দেশ্য ব্যাখ্যা করে বক্তব্য রাখেন সংগঠনের আঞ্চলিক কমিটির সম্পাদক অধ্যাপক মাকবুবুল রহমান লস্কর। এছাড়াও বক্তব্য রাখেন নির্মল কুমার দাস, সিহাব উদ্দিন আহমেদ, বিক্রম দে, সুব্রত চন্দ্র নাথ, সাহিত্যিক মকবুল বারী প্রমুখ। সভায় পৌরোহিত্য করেন বিশিষ্ট নাগরিক ও পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের প্রাক্তন ম্যানেজার মক্কবর আলি লস্কর। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন অনুপমা শুক্লবৈদ্য, মন্টি মজুমদার ও কবিতা আবৃত্তি করে প্রকাশ নাথ প্রমুখ। সম্পূর্ণ অনুষ্ঠান পরিচালনা করেন আঞ্চলিক কমিটির সহ-সভাপতি কমলেশ সিনহা। আঞ্চলিক কমিটির সভাপতি অমলেন্দু নাথ সভা শেষে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন। সেখানে উপস্থিত দর্শকদের চিটাগাং সিনেমা দেখানো হয় জেলা সমিতির পক্ষ থেকে। জেলা সমিতির পক্ষ থেকে হিল্লোল ভট্টাচার্য, গৌর চন্দ্র দাস, স্বপন চৌধুরী, ডোনা বর্মন, টুটুন দাস উপস্থিত ছিলেন।

Author

Spread the News