শহিদ দিবসে বিশাল শোভাযাত্রা নেতাজি সংঘের
মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ১৯ মে : বাজারিছড়ার কালাছড়া নেতাজি সংঘের উদ্যোগে দিনভরব্যাপী নানা কার্যসূচীর মাধ্যমে ১৯শে মে ভাষা শহিদ দিবস পালন করা হল। রবিবার সকালে নেতাজি সংঘের উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। লোকজন জমায়েত হন নেতাজী সংঘের স্থায়ী শহিদ বেদী প্রাঙ্গণে। এর আগে সংস্থার কর্মকর্তা সহ সহযোগি সংগঠন বাজারিছড়া ও কালাছড়া বাজার কমিটি সহ স্থানীয় অটো রিকশা ওনার্স অ্যাসোসিয়েশনের পদাধিকারীরা উপস্থিত হন। পরে নেতাজি পল্লী ভারত বিকাশ অ্যাকাডেমির কচিকাঁচা স্কুল পড়ুয়ারা তাদের স্কুল প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা করে পৌঁছয় নেতাজি সংঘের শহিদ বেদী সামনে। পরে বাজারিছড়া হাসপাতাল রোড থেকে নেতাজু সংঘের উদ্যোগে সূচনা হয় উনিশের পথচলা। এতে আবাল বৃদ্ধ বণিতা সবাই পা মেলান। দীর্ঘ এই মিছিল এলাকার বিভিন্ন রাজপথ পরিক্রমা করে। ফের শহিদ বেদী সামনে ফিরে এসে সমাপ্ত হয় শেভাযাত্রার।
অনুষ্ঠানে নেতাজি সংঘের পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি প্রমেশ দাস, সাধারণ সম্পাদক অমিত দেব, সংস্থার পদাধিকারী যথাক্রমে অমিতাভ দে, মণীষভূষণ পাল, অলক দে, দেবজ্যোতি নাগ, রাজু দেবরায়, সন্দীপ পাল, দেবপ্রিয় নাগ, সুচরিত পাল, স্বপন দাস, রতন চক্রবর্তী, প্রদীপ দেবনাথ প্রমুখ।এছাড়াও অন্যান্য সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন অজয় সূত্রধর, বাপ্পন দেবরায়, অজয় পাল, বিপ্লব পাল, সুজন দাস, নিশি দাস, দীপক শুক্লবৈদ্য, জন্মজিত দাস সহ অন্যরা।এদিন লোয়াইরপোয়া এলাকায়ও যথাযোগ্য মর্যাদায় শহিদ দিবস পালন করা হয়।