রাধামাধব কলেজের বাৎসরিক ক্রীড়া সপ্তাহে নেতাজী স্মরণ
বরাক তরঙ্গ, ২৩ জানুয়ারি : কলেজ পড়ুয়াদের মধ্য থেকে প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করতেই প্রতি বছর রাধামাধব কলেজ গেমস এণ্ড স্পোর্টস সেলের উদ্যোগে বাৎসরিক ক্রীড়া সপ্তাহের আয়োজন হয়ে থাকে। এবছর তার ব্যতিক্রম হয়নি, ১৮ জানুয়ারি শুরু হওয়া বার্ষিক ক্রীড়া সপ্তাহের সমাপ্তি হবে ২৬ জানুয়ারি। মঙ্গলবার শিলচর স্পোর্টিং ক্লাবের মাঠে আয়োজিত রাধামাধব কলেজের বাৎসরিক ক্রীড়া সপ্তাহের ষষ্ঠ দিনের অনুষ্ঠানে অংশ গ্রহণ করে এই মন্তব্য করেন রাধামাধব কলেজ গেমস অ্যান্ড স্পোর্টস সেলের সদস্য তথা কলেজের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. নবনিতা দেবনাথ। এদিন স্পোর্টিং ক্লাবের মাঠে উপস্থিত কলেজ শিক্ষক, অশিক্ষক কর্মচারী ও ছাত্র ছাত্রীরা ভারতবর্ষের মহান দেশপ্রেমিক স্বাধীনতা সংগ্রামী নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে তার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
কলেজ থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করতেই ক্রীড়া সপ্তাহের আয়োজন : নবনিতা_____
এদিন শিলচর স্পোর্টিং ক্লাবের মাঠে পুরুষদের ফুটবল সহ পুরুষ ও মহিলা বিভাগের কাবাডি খেলা অনুষ্ঠিত হয়। ফুটবলে রাধামাধব কলেজ বি.এ ১ম সেমিষ্টার ৬-১ গোলের ব্যবধানে বি.এ ৪র্থ সেমিষ্টার দলকে পরাজিত করে চ্যাম্পিয়নের খেতাব অর্জন করে । বিজয়ী দলের হয়ে রতন চরাই ৩ গোল, লুঙ্গাপাও পানমাই ২টি ও পাওলালসন সিংসন ১ টি গোল করেন। বিপক্ষ দলের হয়ে এজিক্যাল ডাইমে একমাত্র গোল করেন। প্রতিযোগিতায় সর্বোচ্চ ৭ টি গোল করেন লুঙ্গাপাও পানমাই ও রতন চরাই ৬ টি গোল করেন । এদিকে মহিলাদের কাবাডি খেলায় পলচিন দেব নেতৃত্বাধীন টাইগার দল ৯-৫ পয়েন্টের ব্যবধানে লায়ন দলকে পরাজিত করে চ্যাম্পিয়নের খেতাব অর্জন করে। পুরুষদের কাবাডি খেলায় রাধামাধব কলেজ চতুর্থ সেমিষ্টারকে ২৭-৭ পয়েন্টের ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়নের খেতাব অর্জন করেছে এইচ. এস প্রথম বর্ষ।
উল্লেখ্য, এদিন শিলচর স্পোর্টিং ক্লাবের মাঠে খেলোয়াড়দের উৎসাহ প্রদান করতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাধামাধব কলেজের অর্থনীতি বিভাগের অধ্যাপিকা শবনম শারংসা, গেমস অ্যান্ড স্পোর্টস সেলের সদস্য রাজদীপ অধিকারী, পিটার নোয়া রংমাই, রাধামাধব কলেজ লাইব্রেরি বিভাগের কর্মচারী যথাক্রমে কমলেশ দাশ, উজ্জ্বল কর্মকার, সন্দীপ নাথ সহ শিবেন্দ্র দাস। বুধবার পুরুষ-মহিলা উভয় বিভাগের ইনডোর গেমস কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে হবে কলেজ সুত্রে জানা গেছে।