নববর্ষে দুস্থদের মধ্যে নেতাজি ছাত্র যুব সংস্থার দুপুরের আহার বিতরণ

বরাক তরঙ্গ, ১৭ এপ্রিল : নববর্ষ হউক বা দুর্গাপূজা শিলচরের সেচ্ছাসেবী সংগঠন নেতাজি ছাত্র যুব সংস্থার কর্মকর্তারা সমাজের আর্থিক দুর্বল ও গৃহহীনদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন। এবছরও পয়লা বৈশাখে এর কোন ব্যতিক্রম ঘটেনি। নেতাজি ছাত্র যুব সংস্থার সাধারণ সম্পাদক দিলু দাসের উদ্যোগে ও অন্যান্যদের সহযোগিতায়  রাস্তার পাশে থাকা গৃহহীন ও আর্থিক ভাবে দুর্বল মানুষদের হাতে ভাত, ডাল, সব্জি, ডিম, মাংস, মিস্টি ইত্যাদি দিয়ে দুপুরের আহার তুলে দেওয়া হয়।

নববর্ষে দুস্থদের মধ্যে নেতাজি ছাত্র যুব সংস্থার দুপুরের আহার বিতরণ

পয়লা বৈশাখ দুপুর সাড়ে বারোটায় মেহেরপুর দুর্গাপল্লী থেকে হাইলাকান্দি রোড়, রঙ্গেরখাড়ি, দেবদূত পয়েন্ট, সদরঘাট হয়ে শহরের বিভিন্ন রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা দেড় শতাধিক মানুষের হাতে নেতাজি ছাত্র যুব সংস্থার পক্ষে দুপুরে আহার তুলে দেন সাধারণ সম্পাদক দিলু দাস, সহসভাপতি রাজদীপ দেব রায়, সাংগঠনিক সম্পাদক বাপ্পী আচার্য, কোষাধ্যক্ষ অনুপ দেব, সহ সম্পাদিকা অনামিকা পাল, প্রাক্তণ সমাজ কল্যাণ সম্পাদক বুরহান মজুমদার, পাপাই দেব প্রমুখ। এছাড়াও সংগঠনের উপদেষ্টা শশাঙ্ক গৌরাঙ্গ সাহা, প্রাক্তন কোষাধ্যক্ষ গোপাল দাস, রাজদীপ দাস ও দীপ নেশা মুক্তি কেন্দ্রের  দীপঙ্কর দাস সক্রিয় সহযোগিতা করেন।

Author

Spread the News