জেলাজুড়ে এআইডিএসও- এআইডিওয়াইও এর নেতাজি জন্মদিবস পালন

বরাক তরঙ্গ, ২৩ জানুয়ারি : নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৬ তম জন্মবর্ষ ও ১২৭ তম জন্মদিবস উদযাপন উপলক্ষ্যে আজ এআইডিএসও, এআইডিওয়াইও, এআইএমএসএস এবং কমসোমলের যৌথ উদ্যোগে শিলচর শহর সহ জেলার বিভিন্ন স্থানে শোভাযাত্রা, আঞ্চলিক অনুষ্ঠান, আলোচনা সভা ইত্যাদির আয়োজন করা হয়। সংগঠনগুলি যৌথভাবে  আজ সকালে শহিদ ক্ষুদিরাম মূর্তির পাদদেশ থেকে রাঙ্গিরখাড়িস্থিত নেতাজি মুর্তির পাদদেশ পর্যন্ত নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মবর্ষ উদযাপন সমিতি, কাছাড় আয়োজিত শোভাযাত্ৰায় যোগদান করে। শোভাযাত্রা শেষে নেতাজি মূর্তিতে মাল্যদান করেন এআইডিএসও’র সর্ব ভারতীয় কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য হিল্লোল ভট্টাচার্য, এআইএমএসএস এর জেলা সম্পাদিকা দুলালী গাঙ্গুলি সহ সংগঠনগুলির জেলা নেতৃবৃন্দ। বেলা ১২ টায় শিলচরের গভ: হায়ার সেকেন্ডারি স্কুলের প্রেক্ষাগৃহে আয়োজিত হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এআইডিএসও’র জেলা সভানেত্রী স্বাগতা ভট্টাচার্য, সম্পাদক গৌরচন্দ্র দাস, সহ-সভাপতি প্রশান্ত ভট্টাচার্য, কোষাধ্যক্ষ পল্লব ভট্টাচার্য প্রমুখ কর্তৃক গঠিত সভাপতিমন্ডলী দ্বারা পরিচালিত আলোচনা সভার শুরুতে নেতাজির ১২৬ তম জন্মবর্ষ উদযাপন উপলক্ষে একটি শপথবাক্য পাঠ করা হয়। আলোচনা সভার মুখ্য বক্তা হিল্লোল ভট্টাচার্য নেতাজির জীবন ও সংগ্রামের বিভিন্ন দিক উল্লেখ করে বক্তব্য রাখেন।

তিনি ছাত্র ছাত্রীদের নেতাজির সংগ্রাম থেকে শিক্ষা নিয়ে বর্তমান যুগোপযোগী আদর্শের ভিত্তিতে নেতাজির স্বপ্নের ভারতবর্ষ গড়ে তুলতে সংগ্রামে লিপ্ত হতে আহ্বান জানান। আলোচনা সভার শেষে ছাত্র ছাত্রীরা নাচ, গান ইত্যাদির মাধ্যমে নেতাজিকে স্মরণ করে। এছাড়াও ২২ জানুয়ারি রবিবার শিলচরের অভয়চরণ পাঠশালায় সকাল ১০ টা থেকে অনুষ্ঠিত বসে আঁকো প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার ও শংসাপত্র তুলে দেওয়া হয়

জেলাজুড়ে এআইডিএসও- এআইডিওয়াইও এর নেতাজি জন্মদিবস পালন

এ দিন এছাড়াও সংস্থাগুলির উদ্যোগে ধোয়ারবন্দ, দুধপাতিল, আশ্রমরোড, কননপুর, রায়গড়, দিগর শ্রীকোনা ইত্যাদি স্থানে নানা ধরনের অনুষ্ঠানে আয়োজন করা হয়।

Author

Spread the News