শিশুর চিকিৎসায় অবহেলা ও দুরব্যবহার, বদলি দুই নার্স
বরাক তরঙ্গ, ৮ অক্টোবর : সাপের দংশনের পর শিশুকে নলবাড়ি মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দুই নার্সের অবহেলা শিশুটির মৃত্যু হয় বলে অভিযোগ পরিবারের। তাদের অভিযোগ ছিল অ্যান্টি-ভেনম দেওয়া হয়নি শিশুটিকে। এতে তাদের একমাত্র শিশু কন্যার মৃত্যু ঘটে। এমন অভিযোগের ভিত্তিতে দুই নার্স মামনি ডেকা ও রুপেখা ডেকাকে তাৎক্ষণিকভাবে বদলি করে মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। এছাড়াও, অ্যান্টি ভেনম প্রদান না করার অভিযোগের তদন্ত চলছে।
উল্লেখ্য, নলবাড়ির তন্ত্রশঙ্করের বাসিন্দা রাজু ডেকা ও সিমি ডেকার ৫ বছরের এক শিশুকন্যা ঈশানি কাশ্যপ সময়মতো চিকিৎসা না পেয়ে সাপের দংশনে মৃত্যু ঘটে। গত ৩ অক্টোবর ঘরে ঈসানিকে সাপে ছোবল দেয়। এরপর তাকে নলবাড়ি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলেও তার অবস্থার অবনতি হয়। পরদিন সকালে চিকিৎসকরা ইশনিকে জিএমসিএইচ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন এবং তাকে জিএমসিএ-তে নিয়ে যাওয়া হয়। ঈশানি জিএমসি হাসপাতালে মৃত্যুর কোলে ঢলে পড়ে। পরিবারের অভিযোগ ছিল দুই নার্সের বিরুদ্ধে। তাদের সঙ্গে অবহেলা ও দুরব্যবহার সহ শিশুটিকে অ্যান্টি ভেনম দেয়নি এমন অভিযোগ ছিল।