নজরুলের মূল সুর হচ্ছে মানুষের জয়গান : অতীন দাশ

শিলচর প্রেসক্লাবে নজরুল জয়ন্তী_____

বরাক তরঙ্গ, ২৬ মে : বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৫ তম জন্ম দিবস উদযাপন করল শিলচর প্রেসক্লাব। শুক্রবার এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট কবি  সাংবাদিক অতীন দাশ। তিনি বলেন, প্রত্যেক সময়ে সাহিত্য সমাজকে পথ দেখায়, সাহিত্যিক মানুষকে এগিয়ে যাওয়ার পথপ্রদর্শকের কাজ করে এবং সংগ্রামের তৃপ্তি পদক্ষেপ নেওয়া সাহস যোগায় এমনই নজরুল ইসলামের সৃষ্টি আজও মানুষকে উদযাপিত করে চলছে।

নজরুলের মূল সুর হচ্ছে মানুষের জয়গান : অতীন দাশ
বক্তব্য রাখছেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শংকর দে।

তিনি বলেন, নজরুল ইসলামের সৃষ্টি হিন্দুধর্ম, দর্শন, ইসলাম ধর্ম সবকিছু থেকে তার কবিতার মাধ্যমে এমনভাবে উপস্থাপন এবং তার বিদ্রোহের মূল সুর হচ্ছে মানুষের জয়গান করা। আকসার উপদেষ্টা রূপম নন্দী পুরকায়স্থ বলেন, যখন সমাজে শোষণ অত্যাচার ধর্মীয় গরিমা চরমে ছিল সেই সময় একজন নির্বিকার সৈনিকের মতন লেখনির মাধ্যমে জাগরণ সৃষ্টি করেছিলেন। সুব্রত দেব বলেন, বিপ্লবী কবি নজরুল ইসলাম হিন্দু-মুসলমান সমবায়ের পথিক ছিলেন যার উদাহরণ দিয়েছিলেন এক ছেলের নামকরণের মাধ্যমে।

শিলচর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শংকর দে বক্তব্য পেশ করতে গিয়ে বলেন, কবি কাজী নজরুল ইসলাম শুধু বাংলার কবি নয় তিনি সমগ্র পৃথিবীর মানুষের কবি। কবি সাংবাদিক বিজয় কুমার ভট্টাচার্যের বলেন, নজরুলের গানকে সঙ্গীতের মর্যাদা দিতে দেওয়া হয়নি বলে হতবাক তিনি নজরুলের গীতি না বলে নজরুল সঙ্গীত বলার  আবেদন রাখেন নিজের লেখা কবিতার মাধ্যমে নজরুল ইসলামকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। অতিন দাশের সভাপতিত্ব অনুষ্ঠানে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন সুদীপ্তা ভট্টাচার্য। অনুষ্ঠানের ফাঁকে মনোমুগ্ধকর নজরুল গীতি পরিবেশন করেন সুদীপ্তা ভট্টাচার্য, সীমা পুরকায়স্থ, গৌতম সিনহা, শর্মিষ্ঠা দাস, বাপি রায় এবং সন্তোষ চন্দ দত্ত
প্রতিবেদক : হিবজুর রহমান, শিলচর।

Author

Spread the News