বার্তাজীবী সংঘের নির্বাচনে সর্বোচ্চ ভোট পেলেন নবনীতা, এক ভোটে পরাজয় রাহুলের
বরাক তরঙ্গ, ৩১ ডিসেম্বর : অসম বার্তাজীবী সংঘের কার্যকরী কমিটি গঠনের নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়েছেন নবনীতা কলিতা। তিনি কোষাধ্যক্ষ পদে প্রতিদ্বন্দ্বিতা করে ছিলেন। তিনি পেয়েছেন ৪২৯ টি ভোট। একই পদে থাকা তপন ডেকা পেয়েছেন ২১১ ভোট। ২১৮ ভোটের ব্যবধানে জয়ী হন কলিতা। দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়েছেন কার্যকরী সদস্য প্ৰদীপ বৰ্মন। ৪২৬ টি ভোট পেয়েছেন তিনি। সাধারণ সম্পাদক মুকুট রাজ শর্মা ৪০৬ টি ভোট পেয়ে তৃতীয় সর্বোচ্চ ভোট পেয়েছেন। এ দিকে, বরাক উপত্যকা থেকে নির্বাচনে অংশ নেওয়া একমাত্র প্রার্থী রাহুল চক্রবর্তী ১ ভোটের ব্যবধানে কমিটিতে অন্তর্ভুক্ত হতে পারেননি। রাহুল কার্যকরী সদস্য পদে লড়ছিলেন। রাহুল ২৩৭টি ভোট পান।
নির্বাচনের ফলাফল নিম্নে
সভাপতি :
মধুসূদন মেধি – ৩৬৬
টুটুমণি ফুকন – ২৬৬
বাতিল – ২১
ব্যবধান – ৯৫
উপসভাপতি :
অঞ্জন শৰ্মা – ৩৯৬
মণি মহন্ত – ২৩৪
বাতিল – ২৮
ব্যবধান – ১৬২
সাধারণ সম্পাদক :
মুকুট রাজ শর্মা – ৪০৬
জগদীশ পাটগিরি – ২৪০
বাতিল – ১২
ব্যবধান – ১৬৬
সাংগঠনিক সম্পাদক :
বশিষ্ঠদেব ফুকন – ৩৫৯
কিশোরজ্যোতি শৰ্মা – ২৮১
বাতিল – ১৮
ব্যবধান – ৭৮
কোষাধ্যক্ষ :
নবনীতা কলিতা – ৪২৯
তপন ডেকা – ২১১
বাতিল – ১৮
ব্যবধান – ২১৮
কাৰ্যালয় সম্পাদক :
হেমন্ত বৰ্মন – ৩৬৯
নিতুল চাংমাই – ২৫৩
বাতিল – ৩৬
ব্যবধান – ১১৬
প্ৰচার সম্পাদক :
অখিল কলিতা – ৩৫৬
শৌভিক সোম – ২৬৭
বাতিল – ২৫
ব্যবধান – ৮৯
কাৰ্যনিৰ্বাহক সদস্য :
১) প্ৰদীপ বৰ্মন – ৪২৬
২) ভুবন চেতিয়া – ৩৬৮
৪) ভাস্কর শৰ্মা – ৩৩৯
৪) যতীন ভাগবতী – ২৯৮
৫) প্ৰশান্তকুমার মোদক – ২৮২
৬) অশ্বিনীকুমার দুয়রা – ২৭৮
৭) সোনাধর ডেকা – ২৬৫
৮) তারিণী কলিতা – ২৪১
৯) কমল তালুকদার – ২৩৮
১০) রাহুল চক্ৰবৰ্তী – ২৩৭
১১) ধীরাজ শৰ্মা – ২৩১
১২) দীপেন বরুয়া – ২১৯
১৩) রবিউল হক – ১৮৪
১৪) রাজীব তালুকদার – ১৫১
১৫) সাহেদ আলি – ১৪৩