২১ পড়ুয়াকে নিয়ে ন্যাশনাল ইন্টিগ্রেশন ট্যুর রাইফেলসের, দিল্লি, আগ্রার পর জয়পুরে দল

বরাক তরঙ্গ, ২৫ নভেম্বর : অপারেশন সদ্ভাবনা উদ্যোগের আওতায় আয়োজিত ন্যাশনাল ইন্টিগ্রেশন ট্যুর (NIT)-এর অংশ হিসেবে দেশের ঐতিহাসিক স্থান ২১জন পড়ুয়াকে নিয়ে পরিদর্শন আসাম রাইফেলসের। দলটি ২৩ নভেম্বর আগ্রা থেকে জয়পুরের উদ্দেশ্যে রওনা হয়। এই সফরে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিতে সমৃদ্ধ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করে।

জয়পুর যাওয়ার পথে দলটি ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যবাহী স্থান ফতেহপুর সিক্রি পরিদর্শন করে। সেখানে শিক্ষার্থীরা সম্রাট আকবর নির্মিত প্রাচীন মুঘল রাজধানীর স্থাপত্য, ইতিহাস এবং ঐতিহ্য সম্পর্কে সরাসরি অভিজ্ঞতা অর্জন করে।

জয়পুর পৌঁছে দলটি প্রথমে নাহারগড় দুর্গ পরিদর্শন করে এবং সেখান থেকে পুরো ‘পিঙ্ক সিটি’ তথা জয়পুর শহরের চমৎকার দৃশ্য উপভোগ করে। এরপর দলটি জয়গড় ফোর্ট, হাওয়া মহল এবং সিটি প্যালেস ভ্রমণ করে—যেখানে রাজস্থানের সমৃদ্ধ স্থাপত্য, রাজকীয় ঐতিহ্য এবং প্রাচীন শিল্পকলা সম্পর্কে জানতে সক্ষম হয়।

এর পাশাপাশি শিক্ষার্থীরা বাপু বাজারও ঘুরে দেখে। সেখানে তারা জয়পুরের ঐতিহ্যবাহী বাজার সংস্কৃতি, স্থানীয় পণ্য, হস্তশিল্প এবং রাজস্থানের বিখ্যাত ঐতিহ্যবাহী সামগ্রীর সঙ্গে পরিচিত হয়।

আসাম রাইফেলস অপারেশন সদ্ভাবনার অধীনে এরূপ শিক্ষামূলক ও অভিজ্ঞতামূলক উদ্যোগের মাধ্যমে উত্তর-পূর্ব ভারতের তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে। এর আগে দিল্লি ও আগ্রা পরিদর্শন করে পড়ুয়ারা। ২৭ নভেম্বর শেষ হবে এই ট্যুর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *