লোকসেবা আয়োগ পরীক্ষায় সাফল্য নাসিফার

বরাক তরঙ্গ, ২৫ আগস্ট : অসম লোকসেবা আয়োগের সদ্য ঘোষিত ফলাফল অনুযায়ী বরাকের কন্যা নাফিসা নাজনিন চৌধুরী অসম সরকারের জলসম্পদ বিভাগে সহকারী অভিযন্তা পদে নিযুক্তি লাভ করেছেন। তাঁর বাবা আনিসুর রহমান চৌধুরী যিনি অসম সরকারের লোকনির্মাণ বিভাগের উচ্চ আধিকারিক। মা নাজনিন হুদা চৌধুরী। নাফিসা নাজনীনের পৈতৃকবাড়ি হাইলাকান্দি জেলার রাঙাউটি গ্রামে।

উল্লেখ্য, এবারের তালিকায় নাফিসাই একমাত্র মহিলা প্রার্থী যিনি বরাক উপত্যকা থেকে এই পদের জন্য যোগ্যতা অর্জন করেছেন। নাফিসার শিক্ষাগত যোগ্যতা চোখ ধাঁধানো। ২০১৩ সালে সেইন্ট স্টিফেন স্কুল থেকে নাফিসা এইচএসএলসি পাশ করেন প্রথম বিভাগে ডিস্টিংশন নিয়ে। সিভিল ইঞ্জিনিয়ারিং-এ বিই করেন ২০২০ সালে আসাম ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে প্রথম বিভাগে অনার্স নিয়ে। তারপর করেন এম-টেক স্ট্রাকচারেল ইঞ্জিনিয়ারিং নিয়ে এনআইটি শিলচর থেকে সর্বোচ্চ নম্বর লাভ করেন। ২০২২ সালে পিএইচডি করেন আইআইটি গুয়াহাটি থেকে। বিষয় ছিল ইনফ্রাস্ট্রাকচার ইঞ্জিনিয়ারিং। নাফিসা ইতিমধ্যে ডাটা প্রসেসিং স্পেশিয়েলিস্ট রূপে যোগ্যতা অর্জন করেছেন এবং আইআইটি খড়গপুর থেকে জিওটেকনিকেল ইঞ্জিনিয়ারিং-এ ‘এলিট অ্যাওয়ার্ড’ লাভ করেছেন। নাফিসার সাফল্য বরাক উপত্যকার তরুণদের মধ্যে এক নতুন উৎসাহের সঞ্চার করেছে।

Author

Spread the News