দুর্ঘটনায় নরসিংহপুরের আহত যুবকের মৃত্যু
রাজীব মজুমদার, ধলাই।
বরাক তরঙ্গ, ৫ জুলাই : দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু ঘটল। শুক্রবার সকাল ৫টায় শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয় নরসিংহপুর ৩য় খণ্ড গাঙপারের যুবক আলতাফ হুসেন লস্করের (৪০)। উল্লেখ্য, বুধবার রাত ৮টা নাগাদ শিলচর-আইজল জাতীয় সড়কের কাবুগঞ্জ ও কাটাখালের মধ্যবর্তী নতুন বাইপাস সংলগ্ন এলাকায় লরি-বাইকের সংঘর্ষ হয়। আইজল অভিমুখে যাওয়া বাইক উল্টো দিক থেকে আসা এএস ০১ এলসি ৭৬৭৪ নম্বরের একটি পণ্যবাহী লরির মুখোমুখি সংঘর্ষ হয়। তখন বাইক চালক আলতাফ জাতীয় সড়কে ছিটকে পড়লে কাবুগঞ্জের দিক থেকে যাওয়া একটি অল্টো বাহন তার উপর দিয়ে চলে যায়। ভয়ঙ্কর এই দুর্ঘটনায় গুরুতর আহত হন নরসিংহপুর ৩য় খণ্ড গাংপারের আলতাফ হুসেন লস্কর (তুতা)।
ধলাই পুলিশ তাকে উদ্ধার করে ধলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা তার অবস্থা বেগতিক দেখে সঙ্গে সঙ্গে শিলচর মেডিকক্যালে পাঠিয়ে দেন। এদিকে স্থানীয়রা ঘাতক লরিটির পিছু ধাওয়া করে কাবুগঞ্জ বাজারে এসে পালিয়ে যাওয়া লরিটি আটক করেন, যদিও সুযোগ বুঝে চালক ও সহ চালক লরিটি কাবুগঞ্জ ভুবনেশ্বরী কালীবাড়ির সামনে রেখে পালিয়ে যেতে সক্ষম হয়। তবে অল্টোর কোনও হদিশ পাওয়া যায়নি। এদিকে বুধবার রাতেই শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। আজ অর্থাৎ শুক্রবার সকাল ৫টায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। আলতাফের পরিবারে রয়েছেন মা, স্ত্রী, একটি কন্যা ও একটি পুত্রসন্তান। আলতাফই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনকারী। তার অকাল মৃত্যুতে পরিবারটি ভেঙে পড়েছে।