চিনকে পেছনে ফেলে নরেন্দ্র মোদির ভারত অর্থনৈতিক ভাবে অনেক এগিয়ে : নীহাররঞ্জন
বরাক তরঙ্গ, ২৬ নভেম্বর : বিজেপি সরকারের আমলে ভারতবর্ষের অর্থনীতি আগের তুলনায় অনেক মজবুত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশল নেতৃত্ব ও দুরদর্শীতার দরুণ চীনকে পিছনে ফেলে বর্তমানে ভারতবর্ষ অর্থনৈতিক দিক দিয়ে অনেক এগিয়ে গেছে। রবিবার কাটিগড়া বিধানসভার অধীন ফুলবাড়িতে শিলচর সাব ডিভিশনাল এস সি ডেভেলাপমেন্ট বোর্ড ও বিজেপি কাটিগড়া মণ্ডল কমিটির সহযোগিতার আয়োজিত এসসি সার্টিফিকেট প্রদানের সুপারিশ কর্মশালায় অংশগ্রহণ করে এই মন্তব্য করেন শিলচর সাব ডিভিশনাল এসসি ডেভেলাপমেন্ট বোর্ডের চেয়ারম্যান নীহাররঞ্জন দাস।
কাটিগড়ার ফুলবাড়িতে এসসি সার্টিফিকেট প্রদানের সুপারিশ কর্মশালা
বিজেপি কাটিগড়া মণ্ডল সভাপতি বিশালাক্ষ দেবের পৌরহিত্যে আয়োজিত এদিনের কর্মশালায় বক্তব্য রাখতে গিয়ে নীহাররঞ্জন দাস বলেন, ২০১৪ সালে দেশে নরেন্দ্র মোদির নেতৃত্বে বিজেপি সরকার গঠনের আগে মানুষ ব্যাঙ্কে গিয়ে লাইন ধরতো আর এখন মানুষের প্রয়োজনে ব্যাঙ্ক কর্তৃপক্ষ মানুষের বাড়িতে আসতে বাধ্য এবং এটাই হচ্ছে পরিবর্তন। তিনি আরও বলেন বিজেপি উন্নয়নে বিশ্বাস করে আর কংগ্রেস বিভাজনের রাজনীতি করে। নীহার বাবু তার দীর্ঘ বক্তব্যে বিজেপি সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের খতিয়ান তুলে ধরেন। উন্নয়নের স্বার্থে বিজেপিকে শাসন ক্ষমতায় টিকিয়ে রাখার আহ্বান জানান তিনি। নীহার বাবু জানান শিলচরে বিজেপি পরিচালিত বোর্ড গঠনের পর এসসি সম্প্রদায়ের লোকদের সহজে জাতির প্রমাণ পত্র প্রদানের জন্য কাছাড়ের প্রতিটি অঞ্চলে সার্টিফিকেট প্রদানের সুপারিশ কর্মশালা আয়োজনের উদ্যোগ নিয়েছি আমরা। আজ ছিল বোর্ডের তরফে ৪০ তম কর্মশালা, বলেন নীহার।
উল্লেখ্য এদিনের কর্মশালায় অন্যান্যদের মধ্যে জিলা পরিষদ সদস্য অসীম দত্ত, প্রাক্তন জেলা পরিষদ সদস্য বিগুলাল দাস, বিজেপি কাটিগড়া মণ্ডল সাধারণ সম্পাদক রূপক চক্রবর্তী, শিলচর সাব ডিভিশনাল এসসি ডেভেলাপমেন্ট বোর্ডের সদস্য অমল লস্কর প্রমুখ ছিলেন।