মহালয়ার প্রভাতে জনজোয়ার হাইলাকান্দিতে, ট্যাবলো সাজিয়ে নগর পরিক্রমা

মহালয়ার প্রভাতে জনজোয়ার হাইলাকান্দিতে, ট্যাবলো সাজিয়ে নগর পরিক্রমা

বরাক তরঙ্গ, ২ অক্টোবর : আবহাওয়া দফতরের আগাম বার্তায় কিছুটা দ্বিধাগ্রস্ত থাকলেও বুধবার ভোররাতে প্রকৃতি স্বদয় থাকলে শিশির ভেজা এক শ্বেত শুভ্র প্রভাতে দেবীপক্ষকে দুহাত মেলে আহ্বান জানালেন শহর হাইলাকান্দির আবাল বৃদ্ধ বনিতা। আক্ষরিক অর্থে উদযাপন হল মহালয়া। পাশাপাশি বিভিন্ন সর্বজনীন পূজা কমিটির দেবীদূর্গার প্রতিকী সহ ট্যাবলো পরিবেশ কে আরও মাতিয়ে তোলে।

মহালয়ার প্রভাতে জনজোয়ার হাইলাকান্দিতে, ট্যাবলো সাজিয়ে নগর পরিক্রমা

কার্যত, বুধবার থেকেই দুর্গা পূজার কাউন্টডাউন শুরু। তাই বিভিন্ন পূজা কমিটি ট্যাবলো সাজিয়ে সবাই কে তাদের মণ্ডপে আসার আমন্ত্রণ জানান। এবছর হাইলাকান্দি শহরের শিববাড়ি সেবক সংঘ, নতুন পাড়া সর্বজনীন পূজা কমিটির পক্ষে সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা ড্রিমস এবং কাটলিছড়া বাস স্ট্যান্ড এলাকার লক্ষী ডান্স অ্যাকাডেমির পক্ষ থেকে ট্যাবলো বের করা হয়। যেখানে শিল্পীরা দেবী দুর্গা ও পরিবারের সাজে সজ্জিত ছিলেন। এছাড়াও নগর কীর্তন নিয়ে প্রসাদ বিতরণের পাশাপাশি হরেকৃষ্ণ নাম গানে মত্ত ছিলেন ইসকন এর ভক্ত বৃন্দরা। পাশাপাশি পথচারীদের মধ্যে জল, চা, প্রসাদ ইত্যাদি বিতরণ করতে দেখা যায় অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ, ইনার হুইল ক্লাব, রোটারেক্ট ক্লাব অব গ্রিণ সিটি হাইলাকান্দি, প্যারামাউন্ট সিনিয়র সেকেন্ডারি স্কুল, হিন্দু মিলন মন্দির,মহা শসান পরিচালনা সমিতি সহ আরও অনেকেই। মূলত এদিন আবহাওয়া ঠিক থাকায় আবাল বৃদ্ধ বনিতা চুটিয়ে মহালয়ার প্রভাত উপভোগ করেছেন এবং দেবী দুর্গার আগমনী বার্তা সর্বত্র ছড়িয়ে দিয়েছেন।

মহালয়ার প্রভাতে জনজোয়ার হাইলাকান্দিতে, ট্যাবলো সাজিয়ে নগর পরিক্রমা

এদিকে, অঙ্কন শ্রী ফাইন আর্টস এর পক্ষ থেকে এসো দুর্গা আঁকি প্রতিযোগিতার বিজয়ী দের পুরষ্কৃত করা হয়েছে। তাছাড়া বিকেলে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ এক পথ সঞ্চলন বের করে। এতে গনবেশে স্বয়ং সেবকরা অংশ গ্রহণ করেন।

মহালয়ার প্রভাতে জনজোয়ার হাইলাকান্দিতে, ট্যাবলো সাজিয়ে নগর পরিক্রমা

Author

Spread the News