আসাম রাইফেলস ও প্রশাসনের উদ্যোগে নাগা স্বাধীনতা সংগ্রামী হাইপো জাদোনাং-এর শহিদ দিবস পালিত
বরাক তরঙ্গ, ৩০ আগস্ট : বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মণিপুরের একাধিক স্থানে নাগা স্বাধীনতা সংগ্রামী হাইপো জাদোনাং এর ৯২ তম মৃত্যুবার্ষিকী যৌথ উদ্যোগে পালন করল আসাম রাইফেলস ও স্থানীয় প্রশাসন। মঙ্গলবার সেনাপতি জেলা এবং তামেংলং জেলায় খুপুম উপত্যকার কাম্বিরন গ্রাম ও সানখোমি গ্রামে পালন করা হয়।
স্বাধীনতা সংগ্রামী হাইপো জাদোনাং শহিদ দিবসের স্মরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, “আমাদের ইতিহাসে এক তাৎপর্যপূর্ণ স্বাধীনতা সংগ্রামী। আমরা ঔপনিবেশিক নিপীড়নের বিরুদ্ধে তাঁর নিরলস সংগ্রাম এবং আদিবাসীদের বিশ্বাস ও সংস্কৃতি সংরক্ষণের জন্য তাঁর আন্তরিক প্রচেষ্টা স্মরণীয়। হাইপো জাদোনাং-এর সাহস এবং সংকল্প প্রজন্মকে অনুপ্রাণিত করে চলেছে, ন্যায়বিচার ও সমতার পক্ষে দাঁড়ানোর গুরুত্ব আমাদের স্মরণ করিয়ে দিচ্ছে।” তাই বীর নাগা স্বাধীনতা সংগ্রামী হাইপো জাদোনাং-এর আত্মত্যাগ ও অটুট চেতনাকে সম্মান জানানো হয়।
অনুষ্ঠানে হাইপো জাদোনাং-এর গ্রেট পৌত্র, জি মালাংমেই এবং কাম্বিরন এবং আশেপাশের গ্রামের অন্যান্য প্রবীণ ও স্থানীয়রা উপস্থিত ছিলেন। এ দিন উদযাপনের অংশ হিসেবে খুপুম উপত্যকার গাইদিমজাং-এ একগুচ্ছ কর্মসূচির আয়োজন করা হয়েছিল যার মধ্যে পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠান, মহিলাদের ভলিবল ম্যাচ, পুরুষদের ফুটবল ম্যাচ, যুদ্ধের লড়াই এবং আসাম রাইফেলসের ডাক্তারদের মেডিক্যাল ক্যাম্প ইত্যাদি।
সানখোমেই এবং সেনাপতিতে উদযাপনের মধ্যে রয়েছে নাগা বীরযোদ্ধার প্রতি শ্রদ্ধা নিবেদন এবং তারপরে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান এবং তামেংলং-এ উদযাপনের মধ্যে রয়েছে হাইপো জাদোনাং-এর থিমে স্থানীয় শিক্ষার্থীদের জন্য একটি চিত্রাঙ্কন প্রতিযোগিতা। অনুষ্ঠানের উদ্দেশ্য ছিল দেশের স্বাধীনতা আন্দোলনে হাইপো জাদোনাং-এর অবদানকে স্বীকৃতি প্রদান করা।