নবেন্দু শেখর নাথকে উনিশের সম্মাননা প্রদান বরাকবঙ্গের

অনিতা পাল, কাটিগড়া।
বরাক তরঙ্গ, ৮ জুন : বিভিন্ন আন্দোলনের সঙ্গে জড়িত, রাজনৈতিক ব্যক্তিত্ব তথা কাটিগড়ার সুনামধন্য ব্যক্তিত্ব নবেন্দু শেখর নাথকে ১৯৭২ সালের ভাষা সেনানি হিসাবে উনিশের সম্মাননা জ্ঞাপন করল বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন। শনিবার বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন কাছাড় জেলা সমিতির সভাপতি সঞ্জীব দেবলস্কর, সম্পাদক উত্তম কুমার সাহা, কেন্দ্রীয় সমিতির সাধারণ সম্পাদক গৌতমপ্রসাদ দত্ত, কেন্দ্রীয় সমিতির কার্যকারী সদস্য সীমান্ত ভট্টাচার্য, সংগঠনের বরিষ্ঠ কর্মকর্তা কল্যাণকুমার চক্রবর্তী, কাটিগড়া আঞ্চলিকের সম্পাদক ইমাদ উদ্দিন মজুমদার প্রমুখ নেতৃবৃন্দ নবেন্দু শেখর নাথের কাটিগড়াস্থিত বাড়িতে গিয়ে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে নবেন্দু শেখর নাথকে উত্তরীয় পরিয়ে শংসাপত্র সহ উপহারাদি তুলে দিয়ে সম্মাননা জ্ঞাপন করেন। এসময় উপস্থিত ছিলেন বিশ্বজিৎ মালাকার সহ নবেন্দুবাবুর সহধর্মিনী, পরিবারবর্গ এবং আরও অনেকেই।

নবেন্দু শেখর নাথকে উনিশের সম্মাননা প্রদান বরাকবঙ্গের

শারীরিক অসুস্থতার জন্য গত মে মাসে শিলচরে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি নবেন্দু শেখর নাথ। তাই আয়োজক বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের নেতৃবৃন্দরা তাঁর বাড়িতে এসে তাঁকে এই সম্মাননা প্রদান করেন। এতে তিনি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং বাংলা ভাষার রক্ষার্থে সকলের এগিয়ে আসার আহবান জানান।

Author

Spread the News