গুয়াহাটিতে রহস্যজনক মৃত্যু যুবতীর

বরাক তরঙ্গ, ১৭ জুন : ফের গুয়াহাটি মহানগরে রহস্যময় মৃত্যু যুবতীর। ভাঙাগড়ের যুবতী তার নিজস্ব বাড়িতে রহস্যজনকভাবে মৃত্যু হয়। ২১ বছর বয়সী ইপ্সিতা দাসের মৃতদেহের উদ্ধার নিয়ে চাঞ্চল্য সৃষ্টি করেছে। পরিবার সন্দেহ করছে যে, প্রেমের জন্যই মানসিক নির্যাতনের শিকার হয়ে এই চরম পদক্ষেপে যেতে পারেন।

পরিবার চিন্টু কলিতা নামে এক যুবকের বিরুদ্ধে এই অভিযোগ তুলেছে। উল্লেখযোগ্যভাবে, ৩৮ বছর বয়সী চিন্টু কলিতা ইপ্সিতার দূর সম্পর্কের আত্মীয় ছিলেন।

ইপ্সিতাকে প্রেমের জালে জড়িয়ে
চিন্টু সম্পদ ও ধনসম্পত্তির দাবি করার অভিযোগ তুলেছে মৃতের পরিবার।

গুয়াহাটিতে রহস্যজনক মৃত্যু যুবতীর

অন্যদিকে, ইপ্সিতার সঙ্গে প্রেমের সম্পর্ক থাকা সত্ত্বেও চিন্টু আরেকটি তরুণীর সঙ্গে বিয়ের ব্যবস্থা করেছে। এর ফলে পরিবারটি সন্দেহ করছে যে, পরিস্থিতিতে মানসিকভাবে ভেঙে পড়া ইপ্সিতা চরম পদক্ষেপ নিতে পারে।

Spread the News
error: Content is protected !!