মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ২৫ নভেম্বর : প্রতিদিনের মতো কাজের সন্ধানে ঘর থেকে বের হয়ে আর ঘরে ফেরা হল না বছর ঊনিশের মূক ও বধির এক যুবকের। বাড়ির পাশেই রেললাইন পার হতে গিয়ে রেলে কাটা পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয় যুবকের। হৃদয়বিদারক ঘটনায় মঙ্গলবার পাথারকান্দিতে শোকের ছায়া নেমে এসেছে। হতভাগা যুবকের নাম প্রিতম ঘোষ। পাথারকান্দির বাসিন্দা সরস্বতী ঘোষের একমাত্র পুত্র প্রিতম সে রোজগার করে মাকে নিয়ে সংসার চালাতো।
প্রতিদিনের মতো আজও সে কাজের উদ্দেশ্যে ঘর থেকে যাওয়ার পথে রেললাইন পার হতে আগরতলা- গুয়াহাটী অভিমুখী যাত্রিবাহী ট্রেনের ধাক্কায় পা কেটে পড়ে যায়। স্থানীয়রা তাকে পাথারকান্দি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। পরে খবর পেয়ে রেল পুলিশ এসে ঘটনাস্থলে উপস্থিত হয়।
এদিকে, ঘটনা নিয়ে পাথারকান্দি বিধায়ক তথা মন্ত্রী কৃষ্ণেন্দু পালকে অবগত করলে মন্ত্রীর নির্দেশে পাথারকান্দি বিজেপি যুবমোর্চার সদস্যরা পাথারকান্দি হাসপাতালে উপস্থিত হয়ে মৃতদেহ ময়নাতদন্তের জন্য শ্রীভূমি সিভিল হাসপাতালে প্রেরণ করার ব্যবস্থা করে দেয়।


