বরাক তরঙ্গ, ১৫ ডিসেম্বর : সপ্তম অসম মাস্টার্স গেমে সাতটি পদক জয় কাছাড়ের। এরমধ্যে দু’টি সোনা সহ তিনটি পদক পেলেন সোনাইয়ের সৈদপুর বড়বন্দের অ্যাথলিট মহরম আলি মজুমদার। ১২ থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত চলা নগাঁও নুরুল আমিন স্টেডিয়ামে আয়োজিত মাস্টার্স গেমের ৬৫-৬৯ বয়সের গ্রুপে তিনটি ইভেন্টে অংশ গ্রহণ করেন তিনি। এরমধ্যে লংজাম্প ও তিন হাজার ওয়াকিং রেসে প্রথম স্থান দখল করেন। তৃতীয় হয়েছেন ১০০ মিটার রেসে। এ ছাড়া কাবুগঞ্জ বেকিরপার সুনীল সিনহা লং রেস, ৫০০০ মিটার তৃতীয় স্থান অর্জন করেন।
৫০-৫৪ বছর গ্রুপে যোগা প্রতিযোগিতায় কাটিগড়ার বানাইমুল্লার সানু চৌধুরী অংশ নিয়ে দ্বিতীয় স্থান দখল করতে সক্ষম হন। একই এলাকার রেজাউল করিম মজুমদার দু’টি পদক লাভ করেন। তিনি ৩৫-৩৯ বছর গ্রুপে লংজাম্পে প্রথম হন এবং ২০০ মিটার দৌড়ে দ্বিতীয় স্থান অর্জন করেন।

উল্লেখ্য, মহরম আলি মজুমদার এর আগেও বেশ কয়েকবার রাজ্য ও জাতীয় স্তরের মাস্টার্স গেমে অংশ নিয়ে পদক জয়ী হন। আগামীতে মহারাষ্ট্রের পুণেতে আয়োজিত গেমের প্রস্তুতি শুরু করে দিয়েছেন বলে জানান তিনি। তার এই সাফল্যে স্থানীয় ক্রীড়াপ্রেমি জনগণ ও পরিজনরা অভিনন্দন জানিয়েছেন।


