শিলচরে পুর নিগমের ভোট না হওয়ার জন্য দায়ী সাংসদ-বিধায়ক : সুস্মিতা
বরাক তরঙ্গ, ৮ ডিসেম্বর : সাংসদ-বিধায়কদের জন্য শিলচর পুর নিগমের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না বলে অভিযোগ তুললেন প্রাক্তন বিধায়ক সুস্মিতা দেব। শুক্রবার শিলচরে সাংবাদিকের মুখোমুখি হয়ে তৃণমূল নেত্রী সুস্মিতা দেব এই গুরুতর অভিযোগ করেছেন। তিনি জানান, রাজ্যের নগরোন্নয়ন মন্ত্রী অশোক সিংঘলের কাছে চিঠি পাঠিয়ে শিলচর পুর নিগমের নির্বাচন অনুষ্ঠিত করার দাবি জানিয়েছেন তৃণমূল নেত্রী সুস্মিতা দেব।
সুস্মিতা বলেন, রাজ্যের কেবিনেট বৈঠকে ডিব্রুগড় ও শিলচরকে পুর নিগম ঘোষণা করা হয়েছে। পরে ডিব্রুগড় পুরসভা ভোট হলেও শিলচর পুর নিগমের নির্বাচন এখনও হয়নি। অনেক গুরুত্বপূর্ণ ঐতিহ্যময় শিলচর পুরসভা ২০২০ সালের ২০ এপ্রিল থেকে একজন অফিসার চালাচ্ছেন। নেই কোনো জনপ্রতিনিধি। তিনি বলেন, কার্যবাহী অফিসার রাজীব রায়ের সঙ্গে সাক্ষাৎ করে জানতে চান সরকার যে অর্থ দিচ্ছে তা বর্তমানে বিতরণের সিদ্ধান্ত ওয়ার্ড ভিত্তিক হচ্ছে কি না, উত্তরে হ্যাঁ বলে জানান। প্রাক্তন সাংসদ বলেন, জনপ্রতিনিধি ছাড়া ওয়ার্ড ভিত্তিক অর্থ বিতরণ সম্ভব নয়। এব্যাপারে রাজীব রায় তাঁকে জানিয়েছেন, বিভিন্ন বিভাগ ও ডিসি সিদ্ধান্তে কাজ চলছে। এমন উত্তরে তিনি মোটেই সন্তুষ্ট নন। তিনি বলেন, জনপ্রতিনিধি না থাকার দরুন সাধারণ মানুষ তার পাওনা থেকে বঞ্চিত হবেনই।
তিনি বলেন, সম্প্রতি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শিলচরে আসার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছিলেন শিলচরের সাংসদ ও বিধায়ক চাইলে শিলচর পুর নিগমের নির্বাচন হবে। তাই শিলচর পুর নিগমের নির্বাচন না হওয়ার পেছনে দায়ী শিলচরের সাংসদ ও বিধায়ক বলে উল্লেখ করেন সুস্মিতা।