সোনাইয়ে মার্কেট শেড নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর সাংসদ ডাঃ রায়ের

বরাক তরঙ্গ, ২৩ ফেব্রুয়ারি : সোনাই পুরসভার তহবিল থেকে দুই কোটি ২৩ লক্ষ টাকা ব্যয়ে সোনাই বাজারে মার্কেট শেড নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন শিলচরের সাংসদ ডাঃ রাজদীপ রায়। শুক্রবার বিকেলে ফলক উন্মোচনের মাধ্যমে ব্যবসায়িক এই দ্বিতল ভবনের কাজের শিলান্যাস করেন সাংসদ। উন্মোচনের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংসদ রায় বলেন, সোনাই শহরবাসীর প্রত্যাশামতো বৃহৎ আকারের তহবিল দিয়ে শুরু হচ্ছে দ্বিতল মার্কেট শেড নির্মাণের কাজ। আগামী ৬ মাসের মধ্যে ভবনের কাজ সম্পন্ন করতে হবে তিনি বলেন, পুরসভায় দ্বিতীয়বার বিজেপি পরিচালিত বোর্ড গঠনের পর সোনাই বাজার এবং শহরে একের পর এক উন্নয়ন হচ্ছে। এর একমাত্রই কারণ হচ্ছে প্রধানমন্ত্রীর “সাবকা সাত, সবকা বিকাশ, সাবকা বিশ্বাস” স্লোগান। প্রধানমন্ত্রী ওখানে ভিত্তি করে সারাদেশে সমভাবে উন্নয়ন হচ্ছে আর এরই প্রমাণ সোনাই অঞ্চল।

সোনাইয়ে মার্কেট শেড নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর সাংসদ ডাঃ রায়ের

এদিনের শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিজেপির সভাপতি বিমলেন্দু রায়, সোনাই পুরসভার চেয়ারপারসন শিলুরানী দাস, ভাইস চেয়ারম্যান শেখ সাহারুল আলম, সোনাই মণ্ডল বিজেপি সভাপতি ভজন সেন, প্রাক্তন সভাপতি রামেশ্বর শর্মা। এছাড়া উপস্থিত ছিলেন সোনাইর পুরসভার ওয়ার্ড কমিশনার নেবুল ইসলাম লস্কর, মিনাক্ষী নাথ, ওয়ার্ড কমিশন দীপুকুমার দাস ও বিভাশিস রায় প্রমুখ।

সোনাইয়ে মার্কেট শেড নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর সাংসদ ডাঃ রায়ের

এদিকে, বিজেপির সঙ্গে সোনাইয়ের প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্করের দূরত্ব ক্রমশ বাড়ছে এটাই শুক্রবার বিকেলে আরও একবার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল। কেননা সাংসদ সোনাইয়ে হাজির হলে প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্করকে আগে প্রায় দেখা যেত। এ ছাড়া আমিনুল হকের গড়া সোনাই পুরসভা বোর্ডের বৃহৎ অর্থে মার্কেট শেডের শিলান্যাস অনুষ্ঠানে অনুপস্থিতি বুঝিয়ে দিচ্ছে। এর মানে কি কয়েক মাস ধরে চলে আসা জল্পনা বাস্তব হতে চলেছে!

Author

Spread the News