ধলাইয়ে শুরু হল সাংসদ ডাঃ রাজদীপ রায় রুরেল অ্যান্ড আরবান ফুটবল

বরাক তরঙ্গ, ৩০ জানুয়ারি : কাছাড় স্পোর্টস ফোরাম ও বিজেপি কাছাড়ের পরিচালনায় এবং মাতৃভূমি সামাজিক সংস্থার সহযোগিতায় ধলাই বিএনএমপি স্কুল খেলার মাঠে ৩০ জানুয়ারি সোমবার থেকে শুরু হল ডাঃ রাজদীপ রায় (এমপি) কাপ রুবেল অ্যান্ড আরবান ফুটবল প্রতিযোগিতার দ্বিতীয় সিজন। মাতৃভূমি কাপে অংশগ্রহণ করার ৩৪টি দলের মধ্যে আটটি দল কোয়াটার ফাইনালে পৌঁছে ছিল সেই দলগুলোকে, এমপি কাপে আমন্ত্রণ জানানো হয়। দলগুলো হলো ছোট শালগঙ্গা এফসি, নাগাখাল এফসি, ভুটানখাল এফসি, মুনলাইট পালংঘাট, জামালপুর এফসি, বাঘেওয়ালা খাসিয়াপুঞ্জি এফসি, ধলাই এফসি ও স্টার লোকনাথপুর এফসি।

উদ্বোধনী খেলায় পরস্পরের মুখোমুখি হয় ছোটশালগঙ্গা এফসি ও নাগাখাল এফসি। বিকেল ২ টা ৩০ মিনিট থেকে শুরু হওয়া প্রতিযোগিতায় উভয় দলই ছিল সমানে সমানে। খেলার প্রথমার্ধ ছিল গোল শূন্য। দ্বিতীয়ারদের ৩৭ মিনিটে নাগাখালের হয়ে গোল করেন জেখব লাতাম। ১-০  গোলে জিতে মাঠ ছাড়ে নাগাখাল। খেলা পরিচালনা করেন শামীম আহমেদ বড়ভূইয়া, প্রবীণ বর্মন ও খুকন আহমদ মজুমদার।

ধলাইয়ে শুরু হল সাংসদ ডাঃ রাজদীপ রায় রুরেল অ্যান্ড আরবান ফুটবল

আমন্ত্রিত অতিথি হিসেবে মাঠে উপস্থিত থকে খেলোয়াড়দের শংসাপত্র তুলে দেন সন্তোষ ট্রফির প্রাক্তন খেলোয়াড় বাহারুল ইসলাম, জাতীয় রেফারি  প্রবীর কুমার দাস, আসিস চক্রবর্তী, সাধারণ সম্পাদক কাছাড় স্পোর্টস ফোরাম, নবেন্দু সাহা কোঅর্ডিনেটর ধলাই জোন, ধলাই গ্রাম পঞ্চায়েত সভাপতি ভূষন পাল, আঞ্চলিক পঞ্চায়েত সদস্য সীমারানি দাস, প্রাক্তন ফুটবলার শিশির বর্মন, ধলাই গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন সভাপতি  শংকর ভট্টাচার্য, প্রাক্তন খেলোয়াড় তুষারকান্তি বর্মন, ইন্দ্রজিৎ সিংহ, ধলাই বিএনপি স্কুলের অধ্যক্ষ পিনাক চক্রবর্তী, মাতৃভূমি সামাজিক সংস্থার সভাপতি সিতাংশু দাস, স্পোর্টস সেক্রেটারি পিংকু  বর্মন, বাপ্পা পাল প্রমুখ। আগামীকাল খেলবে মুনলাইট পালংঘাট ভুটানখাল এফসির বিপক্ষে।

Author

Spread the News