গ্রেফতার মৌসুমী হাসপাতালের মালিক ডাঃ জেপি দাস

বরাক তরঙ্গ, ২২ অক্টোবর : পুলিশের জালে ধরা পড়ল শিলচরের মৌসুমী হাসপাতালের মালিক ডাঃ জেপি দাস। বহু অভিযোগের কেন্দ্রবিন্দুতে থাকা এই আলোচিত চিকিৎসককে বুধবার দুপুরে গ্রেফতার করে পুলিশ, এবং এদিনই আদালতে পেশ করে চার দিনের রিমান্ডে নেয় পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ডাঃ দাসের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নজরদারি চলছিল।

সম্প্রতি কাছাড় জেলায় যেসব ভুয়ো চিকিৎসককে গ্রেফতার করা হয়েছে, তাদের অধিকাংশই নকল ও ভুঁইফোঁড় সংস্থার নামে তৈরি সার্টিফিকেট ব্যবহার করতেন। তদন্তে উঠে আসে, ওই সার্টিফিকেটগুলোর যোগানদাতা ছিলেন জেপি দাস। মোটা অঙ্কের টাকার বিনিময়ে তিনি এসব ভুয়ো নথি সরবরাহ করতেন বলে পুলিশ জানিয়েছে। ফলে তদন্তকারী কর্তারা তাকে এই চক্রের পাণ্ডা হিসেবে বিবেচনা করছেন।

Spread the News
error: Content is protected !!